ফেনী প্রতিনিধি
টানা ভারী বর্ষণ ও উজান থেকে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙন দিয়ে পানি ঢুকে ডুবছে জনপদ। ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে মানুষ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধারে সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতা চাওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার বানভাসি মানুষকে উদ্ধারে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে বিজিবি ও শত শত স্বেচ্ছাসেবক উদ্ধার ও খাদ্যসহায়তা প্রদান করছে।
পরশুরাম উপজেলার সাতকুচিয়া এলাকার বয়োবৃদ্ধ আবদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত জীবনে এমন ভয়াবহ বন্যা কখনো দেখিনি। সময় বাড়ার সঙ্গে বন্যার পানি ভয়াবহ রূপ ধারণ করছে। টানা বৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।’
ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘গত ৪০ বছরেও এমন বন্যা দেখিনি। আমার ঘরের ভেতর আড়াই ফুট পর্যন্ত পানি
উঠেছে। স্ত্রী–সন্তানদের শহরের আত্মীয়ের বাসায় পাঠিয়েছে। বাড়িতে অনেক জিনিসপত্র রয়েছে, তাই ঝুঁকি নিয়ে আমি রয়ে গেছি।’
রাসেল নামে এক স্বেচ্ছাসেবক বলেন, ‘ইতিমধ্যে দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সহায়তা নিয়ে আসছে। কিন্তু পানির তীব্র স্রোতের কারণে পরশুরামে যাওয়া সম্ভব হচ্ছে না। তারপরও আমাদের সদস্যরা বিভিন্ন পয়েন্টে কাজ করার চেষ্টা করছে। টানা বৃষ্টিতে চারদিকে পানি থইথই।’
ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ফেনীতে টানা তিন দিন মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলায় বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।’
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী স্পিডবোট নিয়ে কাজ শুরু করেছে। তাদের সঙ্গে কোস্ট গার্ডের একটি টিম শিগগিরই যোগ দেবে। এ ছাড়া বিজিবি ও স্বেচ্ছাসেবকেরা সকাল থেকে আটকে পড়া মানুষদের নিরাপদ আশ্রয়ে আনতে কাজ করছে।’
টানা ভারী বর্ষণ ও উজান থেকে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙন দিয়ে পানি ঢুকে ডুবছে জনপদ। ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে মানুষ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধারে সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতা চাওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার বানভাসি মানুষকে উদ্ধারে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে বিজিবি ও শত শত স্বেচ্ছাসেবক উদ্ধার ও খাদ্যসহায়তা প্রদান করছে।
পরশুরাম উপজেলার সাতকুচিয়া এলাকার বয়োবৃদ্ধ আবদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত জীবনে এমন ভয়াবহ বন্যা কখনো দেখিনি। সময় বাড়ার সঙ্গে বন্যার পানি ভয়াবহ রূপ ধারণ করছে। টানা বৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।’
ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘গত ৪০ বছরেও এমন বন্যা দেখিনি। আমার ঘরের ভেতর আড়াই ফুট পর্যন্ত পানি
উঠেছে। স্ত্রী–সন্তানদের শহরের আত্মীয়ের বাসায় পাঠিয়েছে। বাড়িতে অনেক জিনিসপত্র রয়েছে, তাই ঝুঁকি নিয়ে আমি রয়ে গেছি।’
রাসেল নামে এক স্বেচ্ছাসেবক বলেন, ‘ইতিমধ্যে দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সহায়তা নিয়ে আসছে। কিন্তু পানির তীব্র স্রোতের কারণে পরশুরামে যাওয়া সম্ভব হচ্ছে না। তারপরও আমাদের সদস্যরা বিভিন্ন পয়েন্টে কাজ করার চেষ্টা করছে। টানা বৃষ্টিতে চারদিকে পানি থইথই।’
ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ফেনীতে টানা তিন দিন মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলায় বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।’
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী স্পিডবোট নিয়ে কাজ শুরু করেছে। তাদের সঙ্গে কোস্ট গার্ডের একটি টিম শিগগিরই যোগ দেবে। এ ছাড়া বিজিবি ও স্বেচ্ছাসেবকেরা সকাল থেকে আটকে পড়া মানুষদের নিরাপদ আশ্রয়ে আনতে কাজ করছে।’
গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বাড়ি ভাতা প্রত্যাখ্যান করে প্রত্যাশিত দাবি আদায়ে থালা হাতে ভুখা মিছিল করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটির আয়োজনে এ ভুখা মিছিল বের করা হয়।
৬ মিনিট আগেখুলনা জেলা কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন হাজতিকে ঢাকার হাইসিকিউরিটি কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে তাদের তিনজনকে পাঠানো হয়। এ ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদের তালিকা পরবর্তী সময়ে ঢাকায় পাঠানো হবে বলে কারা সূত
২৭ মিনিট আগেবিদেশ যেতে না পেরে ক্ষোভে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক যুবক। পরে সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
৩১ মিনিট আগেবয়সসীমা বাড়ানো, বিশেষ নিয়োগের ব্যবস্থা ও স্বতন্ত্র কোটা পুনর্বহালসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ।
৩৬ মিনিট আগে