Ajker Patrika

বদির ভগ্নিপতির বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজার প্রতিনিধি
বদির ভগ্নিপতির বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভগ্নিপতি নুরুল হোছাইনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

অভিযুক্ত নুরুল হোছাইন টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার আমির হোছাইনের ছেলে। তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির মামাতো বোনের স্বামী এবং টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের আপন ভগ্নিপতি। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নুরুল হোছাইনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, নুরুল হোছাইন ও তাঁর ভাই আবদুর রহিমের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ে ইয়াবা ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত করা হয়। ২০১৮ সালের ২৯ নভেম্বর নুরুল হোছাইন ডাকযোগে সম্পদের হিসেবের বিবরণী দেন। বিবরণী যাচাই-বাছাইকালে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৩ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। পরে মামলার সুপারিশ জানিয়ে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৫ নভেম্বর মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। 

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় নথিভুক্ত করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত