Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে চবিতে মশাল মিছিল

চবি সংবাদদাতা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩: ১১
Thumbnail image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিচারবহির্ভূত দুটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জিরো পয়েন্ট এলাকা থেকে এই মিছিল বের করেন তাঁরা। 

এ সময় ‘জুলাইয়ের বাংলায়, মব অ্যাটাকের ঠাঁই নাই’, ‘মব অ্যাটাকের বিরুদ্ধে, লড়াই হবে একসাথে’, ‘ভার্সিটিতে মানুষ মরে, প্রশাসন কী করে’ ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা। 

মিছিলের শিক্ষার্থী রোনাল চাকমা বলেন, ‘ঢাবি এবং জাবিতে বিচারবহির্ভূত যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তা শরীর শিউরে ওঠার মতো। আওয়ামী লীগের শাসন আমলে পাহাড় এবং সমতলে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার কোনো সুষ্ঠু বিচার আমরা দেখিনি। এখন এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়া মানে আবার সেই শাসনামলে ফিরে যাওয়া। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’ 

সংগীত বিভাগের শিক্ষার্থী জসদ জাকির বলেন, ‘আজ আমরা ২৪ এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে মশাল নিয়ে দাঁড়িয়েছি, দাস প্রথা, সামন্ত এমনকি জমিদারি প্রথার পতন ঘটিয়ে এই আধুনিক যুগে সামন্তীয়ভাবে হত্যা মেনে নেওয়া যায় না। গতকাল রাতে বাংলাদেশের সর্বোচ্চ দুটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে দুটি বিচারবহির্ভূত হত্যা সংগঠিত হয়েছে। এর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে, পরবর্তীকালে এমন ন্যক্কারজনক কাজ যেন কেউ করতে না পারে।’ 

উল্লেখ্য, গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে দেখতে পান কয়েক শিক্ষার্থী। পরে তাঁকে কয়েক দফা পিটিয়ে প্রক্টর অফিসে নেওয়া হয়। সেখানেও কয়েক দফা মারধরের শিকার হন শামীম। পরবর্তীকালে তাঁকে আশুলিয়া পুলিশের হাতে তুলে দিলে গুরুতর আহত অবস্থায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১১টার দিকে তিনি মারা যান। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

অন্যদিকে একই দিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত