Ajker Patrika

কুমিল্লায় ১৬ ট্যাপেন্টাডল বড়িসহ গ্রেপ্তার ১

কুমিল্লা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে ১৫ হাজার ৯০০টি নেশা জাতীয় বড়ি উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাতে উপজেলার শশীদল থেকে বাগরাগামী সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এ সব উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া।

গ্রেপ্তারকৃত হলেন, অটোরিকশার চালক মো. সফিক (৩২)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের বাসিন্দা।

পুলিশ বলছে, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল থেকে বাগরাগামী সড়কে গতকাল (রোববার) রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক অটোরিকশাটি থামায় এবং ডিবি পুলিশ চিনতে পেরে অটোরিকশার দুই যাত্রী দৌড়ে পালিয়ে যায়। পরে অটোরিকশার চালককে গ্রেপ্তার করে।

পরে অটোরিকশাটি তল্লাশি করে পেছনের নিচে মালামাল রাখার স্থানে একটি কাগজের কার্টনের ভেতরে থেকে নিষিদ্ধ ১৫ হাজার ৯০০ নেশা জাতীয় ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার হয়। পরে অটোরিকশাটি জব্দ করা হয়।

ওসি রাজেস বড়ুয়া জানান, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সিএনজিচালক সফিক পালিয়ে যাওয়া দুজনের নাম পরিচয় প্রকাশ করে। একজন হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর এলাকার জসিম (৪৫), অপরজন হলেন মো. সেলিম (৫০)। এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত