Ajker Patrika

ডিপোর আগুন পুরোপুরি নিভে গেছে: সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৮ জুন ২০২২, ১৫: ৩২
ডিপোর আগুন পুরোপুরি নিভে গেছে: সেনাবাহিনী

অবশেষে চার দিন পর সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিভেছে। আজ বুধবার দুপুরে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম হিমেল এ তথ্য জানিয়েছেন। 

লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, ‘আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে আর কোথাও আগুন নেই। তবে কিছু জায়গায় ধোঁয়া আছে। কনটেইনারের ভেতরে রপ্তানি পোশাকের পণ্য আছে। সেগুলোতে পানি দেওয়ায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।’ 

এক প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তাতে প্রায় ৪০০ কনটেইনার আগুনে ধ্বংস হয়েছে। প্রকৃত সংখ্যাটা অভিযান সমাপ্ত করার পর বলতে পারব। শুরু থেকেই নিরাপত্তা নিশ্চিত করে আগুন যাতে আর না বাড়ে এবং আর কোনো বিস্ফোরণ যাতে না ঘটে, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি।’

আরিফুল ইসলাম হিমেল বলেন, ‘আজ আর কোনো মরদেহ পাওয়া যায়নি। পুরো ডিপো আমরা ঘুরে দেখেছি। এখন পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায়নি। আগুনে ডিপোর একটি শেড এবং অনেক কনটেইনার পুড়ে দুমড়ে-মুচড়ে গেছে। ক্রেইনের মাধ্যমে সেগুলো আমরা সরাচ্ছি। এগুলোর নিচে আগুন আছে কি না, তা এখন বলা সম্ভব নয়।’ 

সেনাবাহিনী থেকে আগুন নিভে গেছে জানানো হলেও এখন পর্যন্ত আগুন নির্বাপণ ঘোষণা করেনি ফায়ার সার্ভিস। এ সম্পর্কে জানতে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমে যোগাযোগ করা হলে মোবাইল অপারেটর জানান, এখনো আগুন নির্বাপণ ঘোষণা করা হয়নি। 

তবে ঘটনাস্থলে থাকা স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে এখন আর কোনো আগুন নেই। এখন ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত