Ajker Patrika

টাকা ছড়িয়েছি প্রমাণ দেখান: সাক্কু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে
আপডেট : ১৪ জুন ২০২২, ১৫: ৩৬
টাকা ছড়িয়েছি প্রমাণ দেখান: সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার চালানোর সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ভোটারদের মধ্যে টাকা ছড়িয়েছেন বলে অভিযোগ করেছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। এই অভিযোগের জবাবে সাক্কু বলেছেন, ‘টাকা ছড়িয়েছি সেই প্রমাণ দেখান আগে।’

মনিরুল হক সাক্কু নিজ বাসভবনে আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে আরফানুল হক রিফাতের করা অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মনিরুল হক সাক্কু বলেন, ‘এমন কথা আমিও বলতে পারি—রিফাত ভাই ভোটের মাঠে টাকা ছড়িয়েছেন। কিন্তু প্রমাণ তো নেই। তাই প্রমাণ নেই—এমন মন্তব্য করা উচিত নয়। আমি টাকা ছড়িয়েছি সেই প্রমাণ দেখান।’

আগামীকাল অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিকভাবে আইন প্রয়োগ করে, তাহলেই নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন সদ্যবিদায়ী এই মেয়র। তিনি বলেন, ‘আইনটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। দেখানোর জন্য আইন প্রয়োগ করলে নির্বাচন সুষ্ঠু হবে না।’

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই মেয়র বলেন, ‘আমি নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে অনেক ভোটারের সঙ্গে কথা বলেছি। ইভিএম নিয়ে তাঁদের মধ্যে তেমন ভয় না থাকলেও কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কি-না, সেই ভয়টা কাজ করছে।’ এ সময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি ভোটারদের নিরাপত্তায় বিষয়টিতে নজর দেওয়ার আহ্বান জানান।

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত