উখিয়া ও কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় আওয়ামী লীগের কাউন্সিলর তালিকা থেকে নিজের নাম বাদ পড়ায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন গতবারের ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে হলদিয়াপালং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা করা আমিনুল হক আমিন প্রকাশ (আমিন মেম্বার)। শুধু আমিনই নয় কাউন্সিলর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁর দুই স্ত্রী কামরুন নেছা বেবী, আলম আরা বেগম ও ছেলে কাইছার মোহাম্মদ তুহিনকে।
গত মঙ্গলবার সকালে পাগলির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর তালিকা নিয়ে অভিযোগের ভিত্তিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক প্রতিনিধি দলের উপস্থিতিতে শুনানির সময় এ ঘটনা ঘটে।
শুনানির একপর্যায়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উখিয়া-টেকনাফে আওয়ামী লীগের সাংগঠনিক প্রতিনিধি দলের প্রধান শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলমের বক্তব্যের সময় আমিন সামনে এসে চিৎকার করে তাঁকে প্রশ্ন করেন, ‘আপনারা নাকি আমাদের নাম বাদ দিয়েছেন? তাহলে আমরা এখানে কেন থাকব।’ একই সময়ে নিজের কর্মী সমর্থকদের সভাস্থল ত্যাগ করতে বলেন আমিন। সৃষ্টি হয় বাগ্বিতণ্ডার, চলে ভাঙচুর-হট্টগোল। পরে জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ প্রসঙ্গে শাহ আলম বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগের সুনির্দিষ্ট নির্দেশনা কোনো বিদ্রোহী প্রার্থীকে দলের সম্মেলন ও নির্বাচন সংশ্লিষ্ট সভায় অন্তর্ভুক্ত করা যাবে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা। হলদিয়াপালং ইউপি নির্বাচনে আমিন দলীয় প্রার্থীর বিরুদ্ধে ছিলেন তাই তাঁকে সম্মেলনের কাউন্সিলর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’
সিদ্ধান্তের প্রতিবাদ করে আমিন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি, দলে আমার ত্যাগ আছে। এটি সম্পূর্ণ অবৈধ সিদ্ধান্ত।’
জানা গেছে, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে বিদ্রোহী প্রার্থীদের অবস্থান এবং তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা পড়ে জেলা আওয়ামী লীগের কাছে। অভিযোগের তদন্তের পরিপ্রেক্ষিতে ওয়ার্ডে ওয়ার্ডে শুনানি করছে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি দল।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, ‘সম্মেলনকে সামনে রেখে এরই মধ্যে সকল ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ থাকায় হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়, অভিযোগগুলো তদন্তে এখন শুনানি চলছে। নিষ্পত্তির মাধ্যমে এখানেও সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।’
প্রসঙ্গত, গত ৯ মার্চ তৃণমূল প্রতিনিধি সম্মেলনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ১০টি ইউনিটের (উপজেলা ও পৌর শাখা) সম্মেলনের তারিখ ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যেখানে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় ২৮ মে।
কক্সবাজারের উখিয়ায় আওয়ামী লীগের কাউন্সিলর তালিকা থেকে নিজের নাম বাদ পড়ায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন গতবারের ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে হলদিয়াপালং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা করা আমিনুল হক আমিন প্রকাশ (আমিন মেম্বার)। শুধু আমিনই নয় কাউন্সিলর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁর দুই স্ত্রী কামরুন নেছা বেবী, আলম আরা বেগম ও ছেলে কাইছার মোহাম্মদ তুহিনকে।
গত মঙ্গলবার সকালে পাগলির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর তালিকা নিয়ে অভিযোগের ভিত্তিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক প্রতিনিধি দলের উপস্থিতিতে শুনানির সময় এ ঘটনা ঘটে।
শুনানির একপর্যায়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উখিয়া-টেকনাফে আওয়ামী লীগের সাংগঠনিক প্রতিনিধি দলের প্রধান শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলমের বক্তব্যের সময় আমিন সামনে এসে চিৎকার করে তাঁকে প্রশ্ন করেন, ‘আপনারা নাকি আমাদের নাম বাদ দিয়েছেন? তাহলে আমরা এখানে কেন থাকব।’ একই সময়ে নিজের কর্মী সমর্থকদের সভাস্থল ত্যাগ করতে বলেন আমিন। সৃষ্টি হয় বাগ্বিতণ্ডার, চলে ভাঙচুর-হট্টগোল। পরে জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ প্রসঙ্গে শাহ আলম বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগের সুনির্দিষ্ট নির্দেশনা কোনো বিদ্রোহী প্রার্থীকে দলের সম্মেলন ও নির্বাচন সংশ্লিষ্ট সভায় অন্তর্ভুক্ত করা যাবে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা। হলদিয়াপালং ইউপি নির্বাচনে আমিন দলীয় প্রার্থীর বিরুদ্ধে ছিলেন তাই তাঁকে সম্মেলনের কাউন্সিলর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’
সিদ্ধান্তের প্রতিবাদ করে আমিন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি, দলে আমার ত্যাগ আছে। এটি সম্পূর্ণ অবৈধ সিদ্ধান্ত।’
জানা গেছে, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে বিদ্রোহী প্রার্থীদের অবস্থান এবং তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা পড়ে জেলা আওয়ামী লীগের কাছে। অভিযোগের তদন্তের পরিপ্রেক্ষিতে ওয়ার্ডে ওয়ার্ডে শুনানি করছে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি দল।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, ‘সম্মেলনকে সামনে রেখে এরই মধ্যে সকল ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ থাকায় হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়, অভিযোগগুলো তদন্তে এখন শুনানি চলছে। নিষ্পত্তির মাধ্যমে এখানেও সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।’
প্রসঙ্গত, গত ৯ মার্চ তৃণমূল প্রতিনিধি সম্মেলনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ১০টি ইউনিটের (উপজেলা ও পৌর শাখা) সম্মেলনের তারিখ ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যেখানে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় ২৮ মে।
নীলফামারীর কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সভাপতিসহ সাত নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেনড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল গফফারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় নড়াইল-রূপগঞ্জ সড়কে জেলা হাসপাতালের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন
৩০ মিনিট আগেদিনাজপুরের রানীরবন্দরে সোনালী ব্যাংকের ১ হাজার ২৩৪তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১২ মে) দুপুরে রাণীরবন্দর বাজারের রয়েল টাওয়ারের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
৪৪ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে অবরোধ শুরু করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। তাঁদের এই আন্দোলনে সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আজ সোমবার বেলা দেড়টায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী
১ ঘণ্টা আগে