Ajker Patrika

নাম বাদ পড়ায় হট্টগোল বাঁধালেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী

উখিয়া ও কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ০০: ০৪
নাম বাদ পড়ায় হট্টগোল বাঁধালেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী

কক্সবাজারের উখিয়ায় আওয়ামী লীগের কাউন্সিলর তালিকা থেকে নিজের নাম বাদ পড়ায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন গতবারের ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে হলদিয়াপালং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা করা আমিনুল হক আমিন প্রকাশ (আমিন মেম্বার)। শুধু আমিনই নয় কাউন্সিলর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁর দুই স্ত্রী কামরুন নেছা বেবী, আলম আরা বেগম ও ছেলে কাইছার মোহাম্মদ তুহিনকে। 

গত মঙ্গলবার সকালে পাগলির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর তালিকা নিয়ে অভিযোগের ভিত্তিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক প্রতিনিধি দলের উপস্থিতিতে শুনানির সময় এ ঘটনা ঘটে। 

শুনানির একপর্যায়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উখিয়া-টেকনাফে আওয়ামী লীগের সাংগঠনিক প্রতিনিধি দলের প্রধান শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলমের বক্তব্যের সময় আমিন সামনে এসে চিৎকার করে তাঁকে প্রশ্ন করেন, ‘আপনারা নাকি আমাদের নাম বাদ দিয়েছেন? তাহলে আমরা এখানে কেন থাকব।’ একই সময়ে নিজের কর্মী সমর্থকদের সভাস্থল ত্যাগ করতে বলেন আমিন। সৃষ্টি হয় বাগ্‌বিতণ্ডার, চলে ভাঙচুর-হট্টগোল। পরে জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

এ প্রসঙ্গে শাহ আলম বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগের সুনির্দিষ্ট নির্দেশনা কোনো বিদ্রোহী প্রার্থীকে দলের সম্মেলন ও নির্বাচন সংশ্লিষ্ট সভায় অন্তর্ভুক্ত করা যাবে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা। হলদিয়াপালং ইউপি নির্বাচনে আমিন দলীয় প্রার্থীর বিরুদ্ধে ছিলেন তাই তাঁকে সম্মেলনের কাউন্সিলর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’ 

সিদ্ধান্তের প্রতিবাদ করে আমিন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি, দলে আমার ত্যাগ আছে। এটি সম্পূর্ণ অবৈধ সিদ্ধান্ত।’ 

জানা গেছে, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে বিদ্রোহী প্রার্থীদের অবস্থান এবং তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা পড়ে জেলা আওয়ামী লীগের কাছে। অভিযোগের তদন্তের পরিপ্রেক্ষিতে ওয়ার্ডে ওয়ার্ডে শুনানি করছে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি দল। 

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, ‘সম্মেলনকে সামনে রেখে এরই মধ্যে সকল ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ থাকায় হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়, অভিযোগগুলো তদন্তে এখন শুনানি চলছে। নিষ্পত্তির মাধ্যমে এখানেও সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।’ 

প্রসঙ্গত, গত ৯ মার্চ তৃণমূল প্রতিনিধি সম্মেলনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ১০টি ইউনিটের (উপজেলা ও পৌর শাখা) সম্মেলনের তারিখ ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যেখানে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় ২৮ মে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত