Ajker Patrika

উখিয়ায় আরসার কথিত কমান্ডারসহ ৮ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
উখিয়ায় আরসার কথিত কমান্ডারসহ ৮ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অব্যাহত রয়েছে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান-ব্লক রেইড। এখন পর্যন্ত বিভিন্ন ক্যাম্প থেকে কথিত রোহিঙ্গা সংগঠন আরসার সদস্যসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত অর্ধশতাধিক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)। 

এর ধারবাহিকতায় আজ মঙ্গলবার ভোর রাতে ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক থেকে আরসার কথিত কমান্ডার সেলিম প্রকাশ ওরফে মাস্টার সেলিমসহ আট রোহিঙ্গাকে আটক করে এপিবিএন-৮। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

এপিবিএন-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানিয়েছেন, গতকাল সোমবার রাতে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এপিবিএন-৮-এর একটি টিম ক্যাম্পে ব্লক রেইডের সিদ্ধান্ত নেয়। 

তিনি জানান, ওই সংবাদের ভিত্তিতে জামতলী এপিবিএন ক্যাম্পের পুলিশ সদস্যরা সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ক্যাম্পের ব্লক-ডি/ ১৩-এর উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী এনায়েত উল্লাহ, আব্দুল আমিন, নূর মোহাম্মদ, মো. রফিক ও মো. আরিফ উল্লাহ, ফিরোজ মিয়া, সেলিমকে আটক করা হয়। 

আটককৃতদের কেউ কেউ চিহ্নিত আরসার সদস্য এবং মাদক কারবারি উল্লেখ্য করে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত