কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সৈকতে আবারও বিপন্ন প্রজাতির প্রাণী পরপইসের মৃতদেহ ভেসেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় জোয়ারের সঙ্গে মরা পরপইসটি ভেসে আসে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, একটি মৃত সামুদ্রিক প্রাণী ভেসে আসার খবর পেয়ে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বোরি) কর্তৃপক্ষকে জানানো হয়। পাশাপাশি বনকর্মীদেরও অবহিত করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে বোরির বিজ্ঞানী ও বনকর্মীরা এসে মৃত প্রাণীটি পরীক্ষা করেন এবং পরে মাটিচাপা দেন। তবে প্রাণীটির মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিজ্ঞানীদের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
এর আগে গত বছরের ১৪ ফেব্রুয়ারি একই সৈকতে একটি মৃত পরপইস ভেসে আসে। এরপর গত বছরের ৩ মার্চ টেকনাফের বাহারছড়া সৈকতে একটি এবং ১৩ অক্টোবর একই ইউনিয়নের হলবনিয়া সৈকতে দুটি পরপইসের মৃতদেহ ভেসে আসে।
কক্সবাজার উপকূলে পরপইস প্রজাতির এই স্তন্যপায়ী প্রাণী নিকট অতীতে দেখা মেলেনি বলে জানান বোরির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ শরীফ। তিনি বলেন, মরা পরপইস ভেসে আসার খবর পেয়ে বোরির ডিজির নির্দেশে ঘটনাস্থলে একদল বিজ্ঞানীকে পাঠানো হয়। তাঁরা পরীক্ষানিরীক্ষা করে স্থানীয় বন বিভাগের কাছে পরপইসের মৃতদেহটি হস্তান্তর করেন।
সমুদ্রবিজ্ঞানীদের দেওয়া তথ্যমতে, দেখতে ইরাবতী ডলফিনের মতো পরপইস ইন্দো প্যাসিফিক ফিনলেস পরিচিত। বৈজ্ঞানিক নাম নিওফোকেনা ফোকেনয়েডস। পরপইস একটি ছোট জলজ স্তন্যপায়ী প্রাণী। কিন্তু এদের পিঠে পাখনা থাকে না। বাচ্চা অবস্থায় কালো রঙের হলেও বয়সের সঙ্গে রং বিবর্ণ হয়ে যায়। এটি ৫-৬ ফুট পর্যন্ত লম্বা হয়। এদের শরীর মজবুত এবং মাথা অনেকটা গোলাকার। এই প্রাণী অগভীর জল, জলাভূমি এবং মোহনা পছন্দ করে। এরা সাধারণত একাকী চলাফেলা করতে পছন্দ করে। কিন্তু মাঝেমধ্যে খাদ্য গ্রহণের সময় এদের ৫ থেকে ১২টি বা ৫০টির অধিক দলবদ্ধ অবস্থায় ঘুরতে দেখা যায়। এরা মাছ, স্কুইড, চিংড়ি, অক্টোপাস এবং মাঝে মাঝে সামুদ্রিক উদ্ভিদও খাদ্য হিসেবে গ্রহণ করে। সাধারণত বসন্ত বা গ্রীষ্মে প্রাণীটি বাচ্চা প্রসব করে। বাচ্চারা জন্মের পর মায়ের পিঠে লেগে থাকতে দেখা যায়।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় পরপইস বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত। ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির সর্বশেষ জরিপে বঙ্গোপসাগরে মোট ১৩ জাতের সিটাসিয়ান বা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ প্রজাতির ডলফিন, ৪ প্রজাতির তিমি এবং মাত্র এক প্রজাতির পরপইস রয়েছে।
২০১২ সালের বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে স্তন্যপায়ী ডলফিন, পরপইস ও তিমি সংরক্ষিত প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। এগুলো শিকার করা, খাওয়া, অঙ্গপ্রত্যঙ্গ পরিবহন ও ক্রয়বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ।
কক্সবাজার সৈকতে আবারও বিপন্ন প্রজাতির প্রাণী পরপইসের মৃতদেহ ভেসেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় জোয়ারের সঙ্গে মরা পরপইসটি ভেসে আসে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, একটি মৃত সামুদ্রিক প্রাণী ভেসে আসার খবর পেয়ে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বোরি) কর্তৃপক্ষকে জানানো হয়। পাশাপাশি বনকর্মীদেরও অবহিত করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে বোরির বিজ্ঞানী ও বনকর্মীরা এসে মৃত প্রাণীটি পরীক্ষা করেন এবং পরে মাটিচাপা দেন। তবে প্রাণীটির মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিজ্ঞানীদের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
এর আগে গত বছরের ১৪ ফেব্রুয়ারি একই সৈকতে একটি মৃত পরপইস ভেসে আসে। এরপর গত বছরের ৩ মার্চ টেকনাফের বাহারছড়া সৈকতে একটি এবং ১৩ অক্টোবর একই ইউনিয়নের হলবনিয়া সৈকতে দুটি পরপইসের মৃতদেহ ভেসে আসে।
কক্সবাজার উপকূলে পরপইস প্রজাতির এই স্তন্যপায়ী প্রাণী নিকট অতীতে দেখা মেলেনি বলে জানান বোরির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ শরীফ। তিনি বলেন, মরা পরপইস ভেসে আসার খবর পেয়ে বোরির ডিজির নির্দেশে ঘটনাস্থলে একদল বিজ্ঞানীকে পাঠানো হয়। তাঁরা পরীক্ষানিরীক্ষা করে স্থানীয় বন বিভাগের কাছে পরপইসের মৃতদেহটি হস্তান্তর করেন।
সমুদ্রবিজ্ঞানীদের দেওয়া তথ্যমতে, দেখতে ইরাবতী ডলফিনের মতো পরপইস ইন্দো প্যাসিফিক ফিনলেস পরিচিত। বৈজ্ঞানিক নাম নিওফোকেনা ফোকেনয়েডস। পরপইস একটি ছোট জলজ স্তন্যপায়ী প্রাণী। কিন্তু এদের পিঠে পাখনা থাকে না। বাচ্চা অবস্থায় কালো রঙের হলেও বয়সের সঙ্গে রং বিবর্ণ হয়ে যায়। এটি ৫-৬ ফুট পর্যন্ত লম্বা হয়। এদের শরীর মজবুত এবং মাথা অনেকটা গোলাকার। এই প্রাণী অগভীর জল, জলাভূমি এবং মোহনা পছন্দ করে। এরা সাধারণত একাকী চলাফেলা করতে পছন্দ করে। কিন্তু মাঝেমধ্যে খাদ্য গ্রহণের সময় এদের ৫ থেকে ১২টি বা ৫০টির অধিক দলবদ্ধ অবস্থায় ঘুরতে দেখা যায়। এরা মাছ, স্কুইড, চিংড়ি, অক্টোপাস এবং মাঝে মাঝে সামুদ্রিক উদ্ভিদও খাদ্য হিসেবে গ্রহণ করে। সাধারণত বসন্ত বা গ্রীষ্মে প্রাণীটি বাচ্চা প্রসব করে। বাচ্চারা জন্মের পর মায়ের পিঠে লেগে থাকতে দেখা যায়।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় পরপইস বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত। ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির সর্বশেষ জরিপে বঙ্গোপসাগরে মোট ১৩ জাতের সিটাসিয়ান বা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ প্রজাতির ডলফিন, ৪ প্রজাতির তিমি এবং মাত্র এক প্রজাতির পরপইস রয়েছে।
২০১২ সালের বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে স্তন্যপায়ী ডলফিন, পরপইস ও তিমি সংরক্ষিত প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। এগুলো শিকার করা, খাওয়া, অঙ্গপ্রত্যঙ্গ পরিবহন ও ক্রয়বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে শত বিতর্কের মধ্যেও খেলার মাঠে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল
৪ মিনিট আগেজাতীয়ভাবে খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে তরুণ রাজনীতিবিদদের সুযোগ দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদেরা জাতীয়ভাবে খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে পারেন। তবে তাঁদের সুযোগ দিতে হবে।’
১৫ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাটে জমি হালচাষ করার সময় ট্রাক্টর উল্টে আব্দুল মালিক (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে গোয়াইনঘাট সদর ইউনিয়নের তিতারাই নামক স্থানে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়া ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় বিজিবি তাঁদের আটক করে। আটকের সত্যতা নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান।
২০ মিনিট আগে