Ajker Patrika

চট্টগ্রামে স্কুলছাত্রকে মারধর, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৮: ৫৫
Thumbnail image

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পূর্বশত্রুতার জেরে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকাভিত্তিক একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় এই ঘটনা ঘটে।

মো. রাকিব (১৬) নামে হামলার শিকার ওই কিশোর একই থানা এলাকার এনএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আজ মঙ্গলবার হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় কয়েকজনকে আসামি করে রাকিবের বাবা বাদী হয়ে মামলা করেছেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এই তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, মামলায় হামিদ শিকদার (২৬), মো. সোয়াইব (২২), মো. মুসফিক (২২), মো. সৌরভ (২১), মো. তাহসিন (২১) ও মো. রিফাতসহ (২১) অজ্ঞাতপরিচয় দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা কিছুদিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। গতকাল সোমবার সন্ধ্যায় চান্দগাঁও খাজা রোডের বাসা থেকে রাকিব মসজিদে যাচ্ছিল। এ সময় একজন তাকে ডেকে পাশের বাস টার্মিনাল এলাকায় নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অভিযুক্তরা রাকিবের ওপর হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। সেখান থেকে রাকিবকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, মামলার আসামি হামিদ সিকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে। এর আগে নগরের চকবাজার ও চান্দগাঁও আবাসিক থেকে র‍্যাবের হাতে ডট গ্যাং নামে একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য আটক হয়। গ্যাংটি হামিদ সিকদার নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত