কুমিল্লা প্রতিনিধি
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়ার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু তা গায়ে মাখছেন না তিনি। এ নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
বিষয়টি নিয়ে আজ সোমবার কুমিল্লার নানুয়াদীঘির পাড়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কু। এমপির এমন আচরণে অসহায়ত্ব প্রকাশ করায় প্রধান নির্বাচন কমিশনারেরই ‘ইজ্জত’ গেছে বলে মন্তব্য করেছেন তিনি।
মনিরুল হক বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লায় এসে বলে গেছেন—নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক থাকবে। কিন্তু আমরা দেখলাম এমপি সাহেব (এমপি বাহার) নিজ বাসা ও দলীয় কার্যালয়ে বসে নগরীর প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীসহ সব সংগঠন নিয়ে বসেছেন, সব প্রতিষ্ঠানের প্রধানদের ফোনে ও ডেকে এনে নির্বাচনী প্রচারণার জন্য বলেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক সমিতি, সেলুন সমিতি, ডেকোরেটর সমিতি এমন কোনো সংগঠন নেই যে ডাকেননি।’
টেবিল ঘড়ি প্রতীকে কুসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী মনিরুল হক বলেন, ‘তাই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিলাম, তারা তিন সদস্যের তদন্ত কমিটি করে সত্যতা পেয়ে ওনাকে (বাহার) চিঠি দিছে। ওনাকে বলেছে নির্বাচনী এলাকা ত্যাগ করতে। কিন্তু উনি নির্বাচন কমিশনের কথায় কর্ণপাত করেননি। নিজ এলাকায় অবস্থান করছেন। প্রমাণ ও আইনের ভিত্তিতে ওনাকে চিঠি দেওয়া হয়েছে। তিনি আইন মানেননি। সিইসি বলছেন তিনি অসহায়। অসহায় হলে চিঠি দেওয়ার কী প্রয়োজন ছিল?’
মনিরুল হক সাক্কু বলেন, ‘চিঠি দেওয়ার পর সিইসির কথা না শোনায় আমার ইজ্জত যায়নি, ইজ্জত গেছে সিইসির। এমপি বাহার নিজ এলাকায় অবস্থান করে নির্বাচন পরিচালনা করছেন।’
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়ার পর এমপি বাহারকে এলাকা ছাড়ার চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। এরপরও তিনি এলাকায় অবস্থান করার ব্যাপারে গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘একবার চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এলাকা ত্যাগের চিঠি দেওয়া হয়েছে। তাঁর (এমপি বাহার) জন্য এটাই তো যথেষ্ট। এমপি একজন সম্মানিত ব্যক্তি। তাঁকে আমরা চিঠি দিয়েছি। এখন আমরা তো বলতে পারি না যে আপনি এখনই বের হয়ে যান।’
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়ার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু তা গায়ে মাখছেন না তিনি। এ নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
বিষয়টি নিয়ে আজ সোমবার কুমিল্লার নানুয়াদীঘির পাড়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কু। এমপির এমন আচরণে অসহায়ত্ব প্রকাশ করায় প্রধান নির্বাচন কমিশনারেরই ‘ইজ্জত’ গেছে বলে মন্তব্য করেছেন তিনি।
মনিরুল হক বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লায় এসে বলে গেছেন—নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক থাকবে। কিন্তু আমরা দেখলাম এমপি সাহেব (এমপি বাহার) নিজ বাসা ও দলীয় কার্যালয়ে বসে নগরীর প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীসহ সব সংগঠন নিয়ে বসেছেন, সব প্রতিষ্ঠানের প্রধানদের ফোনে ও ডেকে এনে নির্বাচনী প্রচারণার জন্য বলেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক সমিতি, সেলুন সমিতি, ডেকোরেটর সমিতি এমন কোনো সংগঠন নেই যে ডাকেননি।’
টেবিল ঘড়ি প্রতীকে কুসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী মনিরুল হক বলেন, ‘তাই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিলাম, তারা তিন সদস্যের তদন্ত কমিটি করে সত্যতা পেয়ে ওনাকে (বাহার) চিঠি দিছে। ওনাকে বলেছে নির্বাচনী এলাকা ত্যাগ করতে। কিন্তু উনি নির্বাচন কমিশনের কথায় কর্ণপাত করেননি। নিজ এলাকায় অবস্থান করছেন। প্রমাণ ও আইনের ভিত্তিতে ওনাকে চিঠি দেওয়া হয়েছে। তিনি আইন মানেননি। সিইসি বলছেন তিনি অসহায়। অসহায় হলে চিঠি দেওয়ার কী প্রয়োজন ছিল?’
মনিরুল হক সাক্কু বলেন, ‘চিঠি দেওয়ার পর সিইসির কথা না শোনায় আমার ইজ্জত যায়নি, ইজ্জত গেছে সিইসির। এমপি বাহার নিজ এলাকায় অবস্থান করে নির্বাচন পরিচালনা করছেন।’
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়ার পর এমপি বাহারকে এলাকা ছাড়ার চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। এরপরও তিনি এলাকায় অবস্থান করার ব্যাপারে গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘একবার চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এলাকা ত্যাগের চিঠি দেওয়া হয়েছে। তাঁর (এমপি বাহার) জন্য এটাই তো যথেষ্ট। এমপি একজন সম্মানিত ব্যক্তি। তাঁকে আমরা চিঠি দিয়েছি। এখন আমরা তো বলতে পারি না যে আপনি এখনই বের হয়ে যান।’
চিকিৎসকদের তোপের মুখে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ পদে ডা. মির্জা মাহবুবুল হাসান ফয়সালকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)।
৯ মিনিট আগেআবারও গাছ কেটে ভবন নির্মাণের সব আয়োজন সম্পন্ন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। এবার গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের পেছনে ও পরিবেশবিজ্ঞান বিভাগের সামনের জঙ্গলটি। এতে অর্ধশতাধিক গাছ কাটা পড়বে বলে ধারণা করা....
১৩ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
১৭ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৪৪ মিনিট আগে