Ajker Patrika

হেফাজত নেতা মুফতি হারুন ইজহার কারাগারে

প্রতিনিধি
হেফাজত নেতা মুফতি হারুন ইজহার কারাগারে

চট্টগ্রাম: হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে (৪৭) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার ভার্চুয়াল আদালতে মাধ্যমে এ আদেশ দেওয়া হয়।

হারুন ইজহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।

জানা যায়, গত বুধবার রাত ১২টায় নগরের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বাসা থেকে মুফতি হারুন ইজহারকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যার দিকে হাটহাজারী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপর থানা পুলিশ গত ২৬ ও ২৭ মার্চ হাটহাজারীজুড়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। আদালত সংক্ষিপ্ত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির জানান, হাটহাজারীতে ভাংচুর, অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় হামলা ও লুটপাটের অভিযোগে তিনটি মামলায় হারুন এজাহারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু রিমান্ডের জন্য কোনো আবেদন করা হয়নি। তাই আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। আগামী রোববার যদি শুনানি হয় তখন থানা পুলিশের আবেদন পেতে পারি বলে জানান তিনি।

প্রসঙ্গত, হারুন ইজহারের বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সাথে সম্পৃক্ততার অভিযোগ আছে। তার বিরুদ্ধে এ তিনটিসহ মোট ১১টি মামলা চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত