লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্ত্রী ছালেহা বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে মফিজ উদ্দিন মইজ নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মফিজ রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মনু মিয়া চৌকিদারের ছেলে।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মফিজ নিয়মিত জুয়া খেলতেন। জুয়া খেলার টাকার জন্য প্রায়ই স্ত্রী ছালেহাকে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বাবার বাড়ি থেকে একটি গরু এনে তাঁর স্বামীকে দেন। কিন্তু এতেও তাঁর ওপর নির্যাতন বন্ধ হয়নি। ২০২০ সালের ৪ মে ছালেহা আত্মহত্যা করেছেন বলে তাঁর মা-বাবাকে খবর দেন শ্বশুরবাড়ির লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এদিকে, ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছালেহাকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্ত্রী ছালেহা বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে মফিজ উদ্দিন মইজ নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মফিজ রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মনু মিয়া চৌকিদারের ছেলে।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মফিজ নিয়মিত জুয়া খেলতেন। জুয়া খেলার টাকার জন্য প্রায়ই স্ত্রী ছালেহাকে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বাবার বাড়ি থেকে একটি গরু এনে তাঁর স্বামীকে দেন। কিন্তু এতেও তাঁর ওপর নির্যাতন বন্ধ হয়নি। ২০২০ সালের ৪ মে ছালেহা আত্মহত্যা করেছেন বলে তাঁর মা-বাবাকে খবর দেন শ্বশুরবাড়ির লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এদিকে, ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছালেহাকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
চারদিকে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা! তবু হাজার হাজার শিক্ষার্থীর পরনে স্যুট–টাই, গায়ে কালো রঙের গাউন, মাথায় কালো টুপি। দীর্ঘদিন পর চেনা স্থানে সবাই একত্রিত। কালো টুপিটা আকাশের দিকে ছুড়ে দিয়ে অনেকেই ছবি তুলছেন। কেউ নিজের গা থেকে গাউন খুলে মা–বাবার গায়ে পরিয়ে দিচ্ছেন...
১ মিনিট আগেছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বরিশাল শিল্পকলা একাডেমিতে অচলাবস্থা তৈরি হয়েছে। পাঁচ মাস ধরে সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না। শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিকল থাকায় হল ভাড়া নিচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এদিকে সংগঠনগুলোকে আমন্ত্রণ জানাতেও...
৮ মিনিট আগেনীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া...
২৯ মিনিট আগেদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
২ ঘণ্টা আগে