Ajker Patrika

চট্টগ্রামে অবৈধ অটোরিকশা উচ্ছেদে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ২

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পুলিশের গ্রেপ্তার অভিযান। ছবি: আজকের পত্রিকা
পুলিশের গ্রেপ্তার অভিযান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের চান্দগাঁও সড়কে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা উচ্ছেদে গিয়ে হামলার শিকার হয়েছেন ট্রাফিক পুলিশের দুই সদস্য। এ ঘটনায় আজ বুধবার দুপুরে চান্দগাঁও থানা-পুলিশের একটি দল দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চান্দগাঁও থানার কালুরঘাট এলাকার আবদুল মাবুদের ছেলে মো. নিজাম (৩৫) ও একই থানার সিঅ্যান্ডবি এলাকার নওশেদ আলীর ছেলে মো. খোকন (২৮)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সিঅ্যান্ডবি মোড়টিতে যত্রতত্র গাড়ি রেখে প্রতিবন্ধকতা তৈরি করত গাড়িগুলো। এতে প্রায়ই যানজট লেগে থাকত।

গতকাল মঙ্গলবার বিকেলে সড়কটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ। এ সময় সেখানে দুই পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়।

পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি ৪০টি সিএনজিচালিত অটোরিকশা আটক করে পুলিশ। অভিযান এখনো অব্যাহত রয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত