Ajker Patrika

জায়গা দখলকে কেন্দ্র করে গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
জায়গা দখলকে কেন্দ্র করে গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

ঘর ও দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ ডব্লিউ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক মনছুর আলম (৩০), ওই ব্লকের মৃত নাজীর হোসেনের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্প ৮ ডব্লিউর এ/ ৪১ ব্লকে ৭ / ৮ জন সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা বসত ঘর ও দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে মনছুরকে গুলি করে পলিয়ে যায়। পরবর্তীকালে এপিবিএন ও পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ যুবকের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে বসতঘর ও দোকানের জায়গাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত