চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ফের ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক এলাকায় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা কর্মীরা তাকে ধাওয়া দেয়। এর আগে বিজয় গ্রুপের একাংশের নেতাকর্মীদের সঙ্গে সিএফসি গ্রুপের একাংশের নেতা কর্মীদের সংঘর্ষ হয়।
বিজয় গ্রুপের এই অংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। অন্যদিকে সিএফসি গ্রুপের একাংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। দুই গ্রুপের নেতা কর্মীরা নিজেদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দেন।
শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাটহাজারীর মেখলে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় শিক্ষা উপমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে দাঁড়িয়েছিলেন দুই গ্রুপের নেতাকর্মীরা। শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে ফেরার পথে এই ঘটনা ঘটে।
বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের উপআপ্যায়ন সম্পাদক নয়ন মোদক আজকের পত্রিকাকে বলেন, সভাপতি রেজাউল হক রুবেল বহিরাগতদের নিয়ে নেতাকে শুভেচ্ছা জানাতে এসেছে। আমরা শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে সে বহিরাগতদের নিয়ে আমাদেরকে টিজ করে। আমাদের কর্মীরা তাদেরকে ধাওয়া দিলে রুবেলসহ সবাই পালিয়ে যায়।
তবে ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি কোনো বহিরাগত নিয়ে আসিনি। আমার কর্মীদের ছবি ফেসবুক লাইভে আছে। তাঁর দাবি, বিজয় গ্রুপের একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াস ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা ব্যবসার অবৈধ টাকা দিয়ে সে এসব অপপ্রচার চালাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে এর আগে গত জুলাই মাসেও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে। ওই সময়ও বিজয় গ্রুপের এই অংশ ও সিএফসি গ্রুপের অপর অংশ ধাওয়া দেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ফের ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক এলাকায় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা কর্মীরা তাকে ধাওয়া দেয়। এর আগে বিজয় গ্রুপের একাংশের নেতাকর্মীদের সঙ্গে সিএফসি গ্রুপের একাংশের নেতা কর্মীদের সংঘর্ষ হয়।
বিজয় গ্রুপের এই অংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। অন্যদিকে সিএফসি গ্রুপের একাংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। দুই গ্রুপের নেতা কর্মীরা নিজেদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দেন।
শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাটহাজারীর মেখলে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় শিক্ষা উপমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে দাঁড়িয়েছিলেন দুই গ্রুপের নেতাকর্মীরা। শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে ফেরার পথে এই ঘটনা ঘটে।
বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের উপআপ্যায়ন সম্পাদক নয়ন মোদক আজকের পত্রিকাকে বলেন, সভাপতি রেজাউল হক রুবেল বহিরাগতদের নিয়ে নেতাকে শুভেচ্ছা জানাতে এসেছে। আমরা শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে সে বহিরাগতদের নিয়ে আমাদেরকে টিজ করে। আমাদের কর্মীরা তাদেরকে ধাওয়া দিলে রুবেলসহ সবাই পালিয়ে যায়।
তবে ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি কোনো বহিরাগত নিয়ে আসিনি। আমার কর্মীদের ছবি ফেসবুক লাইভে আছে। তাঁর দাবি, বিজয় গ্রুপের একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াস ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা ব্যবসার অবৈধ টাকা দিয়ে সে এসব অপপ্রচার চালাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে এর আগে গত জুলাই মাসেও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে। ওই সময়ও বিজয় গ্রুপের এই অংশ ও সিএফসি গ্রুপের অপর অংশ ধাওয়া দেয়।
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
১৮ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
২৫ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
৩৪ মিনিট আগে