চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ফের ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক এলাকায় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা কর্মীরা তাকে ধাওয়া দেয়। এর আগে বিজয় গ্রুপের একাংশের নেতাকর্মীদের সঙ্গে সিএফসি গ্রুপের একাংশের নেতা কর্মীদের সংঘর্ষ হয়।
বিজয় গ্রুপের এই অংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। অন্যদিকে সিএফসি গ্রুপের একাংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। দুই গ্রুপের নেতা কর্মীরা নিজেদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দেন।
শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাটহাজারীর মেখলে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় শিক্ষা উপমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে দাঁড়িয়েছিলেন দুই গ্রুপের নেতাকর্মীরা। শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে ফেরার পথে এই ঘটনা ঘটে।
বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের উপআপ্যায়ন সম্পাদক নয়ন মোদক আজকের পত্রিকাকে বলেন, সভাপতি রেজাউল হক রুবেল বহিরাগতদের নিয়ে নেতাকে শুভেচ্ছা জানাতে এসেছে। আমরা শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে সে বহিরাগতদের নিয়ে আমাদেরকে টিজ করে। আমাদের কর্মীরা তাদেরকে ধাওয়া দিলে রুবেলসহ সবাই পালিয়ে যায়।
তবে ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি কোনো বহিরাগত নিয়ে আসিনি। আমার কর্মীদের ছবি ফেসবুক লাইভে আছে। তাঁর দাবি, বিজয় গ্রুপের একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াস ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা ব্যবসার অবৈধ টাকা দিয়ে সে এসব অপপ্রচার চালাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে এর আগে গত জুলাই মাসেও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে। ওই সময়ও বিজয় গ্রুপের এই অংশ ও সিএফসি গ্রুপের অপর অংশ ধাওয়া দেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ফের ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক এলাকায় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা কর্মীরা তাকে ধাওয়া দেয়। এর আগে বিজয় গ্রুপের একাংশের নেতাকর্মীদের সঙ্গে সিএফসি গ্রুপের একাংশের নেতা কর্মীদের সংঘর্ষ হয়।
বিজয় গ্রুপের এই অংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। অন্যদিকে সিএফসি গ্রুপের একাংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। দুই গ্রুপের নেতা কর্মীরা নিজেদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দেন।
শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাটহাজারীর মেখলে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় শিক্ষা উপমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে দাঁড়িয়েছিলেন দুই গ্রুপের নেতাকর্মীরা। শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে ফেরার পথে এই ঘটনা ঘটে।
বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের উপআপ্যায়ন সম্পাদক নয়ন মোদক আজকের পত্রিকাকে বলেন, সভাপতি রেজাউল হক রুবেল বহিরাগতদের নিয়ে নেতাকে শুভেচ্ছা জানাতে এসেছে। আমরা শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে সে বহিরাগতদের নিয়ে আমাদেরকে টিজ করে। আমাদের কর্মীরা তাদেরকে ধাওয়া দিলে রুবেলসহ সবাই পালিয়ে যায়।
তবে ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি কোনো বহিরাগত নিয়ে আসিনি। আমার কর্মীদের ছবি ফেসবুক লাইভে আছে। তাঁর দাবি, বিজয় গ্রুপের একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াস ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা ব্যবসার অবৈধ টাকা দিয়ে সে এসব অপপ্রচার চালাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে এর আগে গত জুলাই মাসেও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে। ওই সময়ও বিজয় গ্রুপের এই অংশ ও সিএফসি গ্রুপের অপর অংশ ধাওয়া দেয়।
তিন শর বেশি গ্রাহকের প্রায় তিন কোটি টাকা নিয়ে সাদুল্লাপুরের এক ‘অবৈধ ব্যাংকের’ কর্মকর্তা-কর্মচারীরা উধাও হয়েছেন বলে অভিযোগ করেছেন আমানতকারীরা। ব্যাংকের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। উপজেলার নলডাঙ্গার আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স (এসিসিএফ) ব্যাংক এমন কাণ্ড ঘটিয়েছে।
৬ ঘণ্টা আগে‘দিনের বেলায় কলেজে যাওয়ার পথে কয়েকজন লোক আমাকে জোর করে একটা সাদা মাইক্রোবাসে তুলে নেয়। চোখ ও হাত বেঁধে কোথায় যেন নিয়ে যায়। দুই জায়গায় স্থানান্তর করা হয়। কিছুই বুঝতে পারিনি। যখন চোখ খোলা হলো, তখন বুঝলাম, আমি র্যাবের হাতে আটক। সবশেষে আমাকে জঙ্গি...
৬ ঘণ্টা আগে‘গরিব মানুষ, দিন এনে দিন খাই। এনজিও এবং ব্যাংকঋণের টাকায় দালালের মাধ্যমে ছেলেকে বিদেশ পাঠিয়ে ছেলেও গেল টাকাও গেল। কী হইল রে, আমার সব শেষ। এখন ছেলের লাশটা ছুঁয়ে দেখে মাটি দিতে চাই। আপনারা ছেলের আইনা দেন, মুখটা দেইখা মাটি দিতাম চাই।’
৬ ঘণ্টা আগেবাগেরহাট জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুহুর আলী মোল্লার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন শহরের প্রধান মাছবাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, নুহুর আলী ক্ষমতার দাপট দেখিয়ে ১৬ বছর ধরে বাগেরহাট বাজার মৎস্য পাইকার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নিজের কবজায় রেখেছিলেন...
৭ ঘণ্টা আগে