চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর এলাকায় বিয়ের ভোজে অংশ নিয়ে শিশুসহ অন্তত শতাধিক ব্যক্তি ডায়রিয়াজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ৪৫ জনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনের অধিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
আজ রোববার ভোর রাত থেকে ডায়রিয়াজনিত রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা। এর মধ্যে বর-কনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি রয়েছেন ১৫ জন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অসুস্থদের সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদের মাজুল গনির ছেলে সালমান মাসুদের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আবুল কালামের মেয়ে নিহার বিয়ের অনুষ্ঠানের ভোজ চলছিল। বিয়েতে উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরদিন শনিবার মধ্যরাত থেকে হঠাৎ করে ভোজে অংশ নেওয়া ব্যক্তিরা অসুস্থ হতে শুরু করে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বর সালমান মাসুদ, তাঁর চাচা মো. জাফর (৫৫), চাচাতো ভাই আতিকুর রহমানসহ (৮) পরিবারের ৮ জন সদস্য অসুস্থ হয়েছে। একইভাবে কনে নিহা ও তাঁর পরিবারের ৫ জনের অধিক অসুস্থ হওয়ার পাশাপাশি বাবুর্চি নিজেও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।’
ওসি আরও বলেন, ‘বর-কনে ও তাদের পরিবারের অনেক সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তা ছাড়া বিজিসি ট্রাস্ট হাসপাতাল, পটিয়া ও চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সসহ পটিয়ার বিভিন্ন ক্লিনিকের বেশ কিছু লোক চিকিৎসা নিচ্ছেন।’
স্থানীয় চেয়ারম্যান আবদুল শুক্কুর বলেন, ‘মাসুমা কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হতে থাকে বর-কনে পক্ষের লোকজন। ৪৫ জন পুরুষ-মহিলা বিজিসি ট্রাস্ট হাসপাতালে ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছে।’
এ বিষয়ে মাসুমা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী সেলিম উদ্দীন বলেছেন, ‘আমরা শুধু হল ও ফার্নিচার ভাড়া দিয়েছি। মেয়ের চাচা মো. হাশেম ক্লাব বুকিং দিয়েছেন এবং বাবুর্চি ও খাবারের আয়োজন করেছেন।’
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর এলাকায় বিয়ের ভোজে অংশ নিয়ে শিশুসহ অন্তত শতাধিক ব্যক্তি ডায়রিয়াজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ৪৫ জনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনের অধিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
আজ রোববার ভোর রাত থেকে ডায়রিয়াজনিত রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা। এর মধ্যে বর-কনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি রয়েছেন ১৫ জন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অসুস্থদের সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদের মাজুল গনির ছেলে সালমান মাসুদের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আবুল কালামের মেয়ে নিহার বিয়ের অনুষ্ঠানের ভোজ চলছিল। বিয়েতে উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরদিন শনিবার মধ্যরাত থেকে হঠাৎ করে ভোজে অংশ নেওয়া ব্যক্তিরা অসুস্থ হতে শুরু করে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বর সালমান মাসুদ, তাঁর চাচা মো. জাফর (৫৫), চাচাতো ভাই আতিকুর রহমানসহ (৮) পরিবারের ৮ জন সদস্য অসুস্থ হয়েছে। একইভাবে কনে নিহা ও তাঁর পরিবারের ৫ জনের অধিক অসুস্থ হওয়ার পাশাপাশি বাবুর্চি নিজেও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।’
ওসি আরও বলেন, ‘বর-কনে ও তাদের পরিবারের অনেক সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তা ছাড়া বিজিসি ট্রাস্ট হাসপাতাল, পটিয়া ও চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সসহ পটিয়ার বিভিন্ন ক্লিনিকের বেশ কিছু লোক চিকিৎসা নিচ্ছেন।’
স্থানীয় চেয়ারম্যান আবদুল শুক্কুর বলেন, ‘মাসুমা কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হতে থাকে বর-কনে পক্ষের লোকজন। ৪৫ জন পুরুষ-মহিলা বিজিসি ট্রাস্ট হাসপাতালে ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছে।’
এ বিষয়ে মাসুমা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী সেলিম উদ্দীন বলেছেন, ‘আমরা শুধু হল ও ফার্নিচার ভাড়া দিয়েছি। মেয়ের চাচা মো. হাশেম ক্লাব বুকিং দিয়েছেন এবং বাবুর্চি ও খাবারের আয়োজন করেছেন।’
ময়মনসিংহের এপেক্স হাসপাতালের ভুল চিকিৎসায় ১৩ বছর বয়সী তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবিতে ত্রিশালে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
৩ মিনিট আগেট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানের দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আজ বৃহস্পতিবার আইনজীবী সাগরিকা ইসলাম জানান, গতকাল বুধবার এস এম মোরশেদের পক্ষে এই রিট করা হয়। আগামী সপ্তাহে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
৯ মিনিট আগেলালমনিরহাটের দুই উপজেলার ওপর দিয়ে আকস্মিক শক্তিশালী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সড়কের বড় বড় গাছ উপড়ে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
১১ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল ইসলাম (৪০) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১৪ মে) বিকেলে তাঁকে আটক করে ডিবি পুলিশ। জানা গেছে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন উপজেলার একটি দুগ্ধ খামারে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
১৭ মিনিট আগে