রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংবাদিক সমিতির ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। এতে ২০২২-২৩ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি জিওন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর সংবাদদাতা সাঈদ চৌধুরী।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি হিসেবে চুয়েটনিউজ ২৪. কম এর সহ-সম্পাদক আল আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক অধিকারের প্রতিনিধি গোলাম রব্বানী শান্ত, অফিস সম্পাদক হিসেবে সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি নাজমুল হাসান ফাহাদ, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি তাসনিয়া মাসিয়াত, আইসিটি সম্পাদক হিসেবে চুয়েটনিউজ ২৪. কমের প্রতিনিধি মুহাম্মদ ফাহিম উদ্দিন, সহকারী অফিস সম্পাদক হিসেবে চুয়েটনিউজ ২৪. কমের প্রতিনিধি জেরিন সুলতানা শাওন এবং সহকারী অর্থ সম্পাদক হিসেবে চুয়েটনিউজ ২৪. কমের প্রতিনিধি তানভির আহম্মেদ চৌধুরী।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি মো. কামরুজ্জামান রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক রনজিৎ কুমার সূত্রধর, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চের চেয়ারম্যান অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম।
চুয়েট সাংবাদিক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ফাহিম উদ্দিন ও জেরিন সুলতানার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ উপপরিচালক এটিএম শাহজাহান, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আনোয়ার হোসেন শামীম, চুয়েট সাংবাদিক সমিতির ২০০৪-০৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আমিন এবং ২০০৬-০৭ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান। অনুষ্ঠানে চুয়েট সাংবাদিক সমিতির পতাকা উন্মোচন, বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান ও নবাগত সদস্যদের আইডি কার্ড পরিয়ে দেওয়া হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শোকাবহ ১৫ই আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংবাদিক সমিতির ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। এতে ২০২২-২৩ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি জিওন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর সংবাদদাতা সাঈদ চৌধুরী।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি হিসেবে চুয়েটনিউজ ২৪. কম এর সহ-সম্পাদক আল আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক অধিকারের প্রতিনিধি গোলাম রব্বানী শান্ত, অফিস সম্পাদক হিসেবে সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি নাজমুল হাসান ফাহাদ, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি তাসনিয়া মাসিয়াত, আইসিটি সম্পাদক হিসেবে চুয়েটনিউজ ২৪. কমের প্রতিনিধি মুহাম্মদ ফাহিম উদ্দিন, সহকারী অফিস সম্পাদক হিসেবে চুয়েটনিউজ ২৪. কমের প্রতিনিধি জেরিন সুলতানা শাওন এবং সহকারী অর্থ সম্পাদক হিসেবে চুয়েটনিউজ ২৪. কমের প্রতিনিধি তানভির আহম্মেদ চৌধুরী।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি মো. কামরুজ্জামান রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক রনজিৎ কুমার সূত্রধর, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চের চেয়ারম্যান অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম।
চুয়েট সাংবাদিক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ফাহিম উদ্দিন ও জেরিন সুলতানার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ উপপরিচালক এটিএম শাহজাহান, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আনোয়ার হোসেন শামীম, চুয়েট সাংবাদিক সমিতির ২০০৪-০৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আমিন এবং ২০০৬-০৭ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান। অনুষ্ঠানে চুয়েট সাংবাদিক সমিতির পতাকা উন্মোচন, বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান ও নবাগত সদস্যদের আইডি কার্ড পরিয়ে দেওয়া হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শোকাবহ ১৫ই আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৭ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৮ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৪৪ মিনিট আগে