Ajker Patrika

একটি ভোটও পাননি তিনি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ২২: ১৩
Thumbnail image

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে বুড়িচং উপজেলায় সাধারণ সদস্যপ্রার্থী পদে একজন প্রার্থী শূন্য ও দুজন প্রার্থী তিনটি করে ভোট পেয়েছেন। শূন্য ভোট পাওয়া প্রার্থীর নাম মো. রবিউল আলম। তিনি ক্রিকেট ব্যাট প্রতীকে কুমিল্লা-১০ (ওয়ার্ড) বুড়িচং উপজেলায় সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য দুজন প্রার্থী ডা. এম এ কাদের খান ও মো. মোহন মিয়া, তারা তিনটি করে ভোট পেয়েছেন।

জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যমতে, জেলার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫ টিতে ভোট অনুষ্ঠিত হবে। ১২টি সাধারণ ওয়ার্ডে ৪৭ জন এবং পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন প্রার্থী হয়েছেন। মোট ভোটার হলো ২৬৭৯ জন। 

সাধারণ পাঁচটি ওয়ার্ড ও একটি সংরক্ষিত ওয়ার্ডে একজন করে প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হচ্ছেন। চেয়ারম্যান পদে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজুর রহমান একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হচ্ছেন তিনিও।

বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী সদস্যরা হলেন ৩ নম্বর ওয়ার্ডে (দাউদকান্দি) উত্তর জেলা যুবলীগের সদস্য নাসিম ইউসুফ রেইন, ৯ নম্বর ওয়ার্ডে (আদর্শ সদর) কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ১২ নম্বর ওয়ার্ডে (মনোহরগঞ্জ) মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কাইয়ুম চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ডে (লাকসাম) লাকসাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান মজুমদার, ১৬ নম্বর ওয়ার্ডে (সদর দক্ষিণ) সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে (লাকসাম, মনোহরগঞ্জ ও লালমাই) মনোহরগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি তানজিনা আক্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত