পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রায় ২৪ ঘণ্টা পর খাগড়াছড়ি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) তিন নেত্রীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তাঁরা হলেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা।
আজ রোববার প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাঙামাটির সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে বেলা ৩টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী বাজার এলাকায় হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমাসহ দুই কলেজছাত্রীকে অপহরণ করে একদল সন্ত্রাসী। অপহরণের ঘটনা জানাজানি হওয়ার পর সন্ত্রাসীরা আজ রোববার বেলা দেড়টার দিকে তাঁদের দীঘিনালার বনবিহার এলাকায় ছেড়ে দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা খাগড়াছড়িতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা।
তিনি আরও বলেন, দীঘিনালা ক্যান্টনমেন্ট ও থানার কাছাকাছি এলাকায় এই অপহরণ ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাঁদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। এ থেকেই বোঝা যায় এই অপহরণ ঘটনায় একটি বিশেষ মহলের মদদ রয়েছে। মূলত পার্বত্য অঞ্চলে ভূমি দখল, অপহরণ, খুন, ধর্ষণসহ সংঘটিত ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে নব্য মুখোশধারী দুর্বৃত্তদের লেলিয়ে দিয়ে এ অপহরণ ঘটনা সংঘটিত করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রায় ২৪ ঘণ্টা পর খাগড়াছড়ি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) তিন নেত্রীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তাঁরা হলেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা।
আজ রোববার প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাঙামাটির সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে বেলা ৩টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী বাজার এলাকায় হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমাসহ দুই কলেজছাত্রীকে অপহরণ করে একদল সন্ত্রাসী। অপহরণের ঘটনা জানাজানি হওয়ার পর সন্ত্রাসীরা আজ রোববার বেলা দেড়টার দিকে তাঁদের দীঘিনালার বনবিহার এলাকায় ছেড়ে দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা খাগড়াছড়িতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা।
তিনি আরও বলেন, দীঘিনালা ক্যান্টনমেন্ট ও থানার কাছাকাছি এলাকায় এই অপহরণ ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাঁদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। এ থেকেই বোঝা যায় এই অপহরণ ঘটনায় একটি বিশেষ মহলের মদদ রয়েছে। মূলত পার্বত্য অঞ্চলে ভূমি দখল, অপহরণ, খুন, ধর্ষণসহ সংঘটিত ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে নব্য মুখোশধারী দুর্বৃত্তদের লেলিয়ে দিয়ে এ অপহরণ ঘটনা সংঘটিত করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্যাকিং হাউস, কুলিং সেন্টার, সার্টিফিকেশন ল্যাব ও হিমাগার স্থাপন ছাড়াই চালু হচ্ছে কার্গো ফ্লাইট। আজ রোববার সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স’ উদ্বোধনের পরই উন্নত বিশ্বে পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হবে।
২১ মিনিট আগেবিরূপ আবহাওয়ার কারণে লিচুর রাজধানীখ্যাত পাবনার ঈশ্বরদীতে এবার ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। ফলে রসাল লিচুর স্বাদ নেওয়ার সুযোগ এবার কম হতে পারে। চাষিরা বলছেন, কোনো কোনো এলাকায় অর্ধেকের বেশি গাছে মুকুল আসেনি।
২৬ মিনিট আগেসিরাজগঞ্জে মহাসড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম্যে বাস-ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দেখা গেছে, রীতিমতো সিএনজিচালিত অটোরিকশা, নছিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশার দখলদারত্ব।
১ ঘণ্টা আগেসাতক্ষীরার উপকূলীয় এলাকায় নদীতে চিংড়ির পোনা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন অর্ধলক্ষাধিক মানুষ। আয়-রোজগার খুব কম হলেও বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় এ পেশাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন তাঁরা।
১ ঘণ্টা আগে