Ajker Patrika

টেকনাফে পাহাড়ে গরু চরাতে গিয়ে নিখোঁজ ২ রাখাল 

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে পাহাড়ে গরু চরাতে গিয়ে নিখোঁজ ২ রাখাল 

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে গরু চরাতে গিয়ে দুই রাখাল নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে থেকে তাঁরা নিখোঁজ রয়েছেন। পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের ধারণা, তাঁদের সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে।

নিখোঁজ অলি আহমদ (৩২) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রোজারঘোনা এলাকার আমির হোসেনের ছেলে ও নুর মোহাম্মদ (১৭) কম্বনিয়াপাড়া এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হাসান বলেন, মঙ্গলবার সকালে স্থানীয় দুজন রাখাল পাহাড়ে গরু চরাতে যান। বিকেল পর্যন্ত ফিরে না আসায় স্থানীয়রা তাঁদের খুঁজতে যান। পাহাড়ে গিয়ে গরুগুলো পেলেও দুজনের সন্ধান পাননি তাঁরা। ধারণা করা হচ্ছে অপহরণকারীরা মুক্তিপণের জন্য তাঁদের অপহরণ করে গহিন পাহাড়ে নিয়ে গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, অপহরণের বিষয়ে কেউ এখনো অভিযোগ দেয়নি। পুলিশ খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছে।

এ নিয়ে গত এক বছরে টেকনাফের পাহাড়ি এলাকায় ১০৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহৃত অর্ধশতাধিক ব্যক্তি মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত