Ajker Patrika

কক্সবাজার সৈকতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সৈকতে উচ্ছেদ অভিযান।  ছবি: আজকের পত্রিকা
কক্সবাজার সৈকতে উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার শহরের দরিয়ানগর সমুদ্রসৈকতে প্যারাসেইলিংয়ের অনুমতি নিয়ে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেছিল ফ্লাই এয়ার সি স্পোর্টস নামক একটি প্রতিষ্ঠান। চার বছর আগে মেরিন ড্রাইভ-সংলগ্ন এই সৈকতে প্যারাসেইলিংয়ের অনুমতি নিয়ে প্রতিষ্ঠানটি বালিয়াড়ি দখল করে টয়লেট, কর্মচারী থাকার ঘরসহ অন্তত চারটি স্থাপনা নির্মাণ করে।

জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এসব স্থাপনা নির্মাণের অভিযোগে আজ সোমবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে সেখানে তৈরি করা সব স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসন থেকে প্রতিষ্ঠানটিকে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা বালিয়াড়ি দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেছে। এতে জেলা প্রশাসনের কোনো অনুমতি ছিল না।

কক্সবাজার সৈকতে উচ্ছেদ অভিযান।  ছবি: আজকের পত্রিকা
কক্সবাজার সৈকতে উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

এর আগে ২০ মে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রেখেছে জেলা প্রশাসন।

প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্লাই এয়ার সি স্পোর্টসের মালিক মোহাম্মদ ফরিদ বালিয়াড়ি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সমুদ্রসৈকতে এ ধরনের অস্থায়ী স্থাপনা রয়েছে। প্যারাসেইলিংয়ের মালপত্র সংরক্ষণ করতে অস্থায়ী ঘরগুলো করা হয়েছিল। এগুলো সরানোর নির্দেশ দিলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরানো হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত