চাঁদপুর প্রতিনিধি
রাস্তার দুই পাশে রাখা ভবন নির্মাণকাজের জন্য ইট। এসব ইট রাস্তার ওপরে চলে আসায় সরু হয়ে গেছে রাস্তা। এমন অবস্থায় মাঝারি আকারের কোনো যানবাহন চললে ওই রাস্তা দিয়ে পাশ কাটিয়ে অন্য যানবাহন আর চলতে পারে না। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রাস্তা দিয়ে চলাচলকারীদের। চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের চিত্র এটি।
এদিকে পৌরসভা থেকে মৌখিকভাবে বললেও ব্যবস্থা না নেওয়ায় বাড়ির মালিকেরা রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখছেন।
চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডে গেলে দেখা যায়, রাস্তার একাধিক স্থানে ভবন নির্মাণসামগ্রী ইট ও বালু রেখে কাজ করা হচ্ছে। এই রাস্তার মোল্লা বাড়ি ও খান বাড়ির সামনে রাস্তার পাশে এমনভাবে ইট রাখা হয়েছে, এতে একটি গাড়ি চলাচলেও সমস্যা হয়।
ট্রাক রোডের বাসিন্দা কে এম সালাউদ্দিন বলেন, রাস্তায় নির্মাণসামগ্রী রেখে কাজ না করার জন্য জেলা প্রশাসনের বেশ কয়েকটি মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বাড়ির মালিকেরা নিষেধ করার পরেও মানছেন না। এই সড়কে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। সড়কে শৃঙ্খলা না থাকায় সবাইকেই ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় আল-আমিন মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ আসাদুজ্জামান দেওয়ান বলেন, রাস্তাটি সংস্কার হয়নি অনেক দিন ধরে। এরপর বাড়ির নির্মাণসামগ্রী রেখে কাজ করা হয়। শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচলে সমস্যা হয়। চোখেমুখে বালু ঢুকে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই উপাধ্যক্ষ।
স্থানীয় কাউন্সিলর ইউনুছ শোয়েব আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কটির বিভিন্নস্থান ভেঙেছে। পৌরসভার ফান্ডে টাকা না থাকায় রাস্তাটি সংস্কার করা যাচ্ছে না। নির্মাণসামগ্রী রেখে কাজ না করার জন্য বাড়ির মালিকদের নিষেধ করেছি। কিন্তু কেউই মানতে চায় না। পুরো শহরে একই পরিস্থিতি।’
কাউন্সিলর আরও বলেন, ‘ভোগান্তিতে পড়ে অনেক সময় মানুষ প্রশাসনকে দায়ী করেন। বাড়ির মালিকদের সচেতন হয়ে চলাচলের ব্যবস্থা রেখে কাজ করা উচিত। আমি বিষয়টি পৌরসভার সভায় গুরুত্ব সহকারে উপস্থাপন করব।’
রাস্তার দুই পাশে রাখা ভবন নির্মাণকাজের জন্য ইট। এসব ইট রাস্তার ওপরে চলে আসায় সরু হয়ে গেছে রাস্তা। এমন অবস্থায় মাঝারি আকারের কোনো যানবাহন চললে ওই রাস্তা দিয়ে পাশ কাটিয়ে অন্য যানবাহন আর চলতে পারে না। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রাস্তা দিয়ে চলাচলকারীদের। চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের চিত্র এটি।
এদিকে পৌরসভা থেকে মৌখিকভাবে বললেও ব্যবস্থা না নেওয়ায় বাড়ির মালিকেরা রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখছেন।
চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডে গেলে দেখা যায়, রাস্তার একাধিক স্থানে ভবন নির্মাণসামগ্রী ইট ও বালু রেখে কাজ করা হচ্ছে। এই রাস্তার মোল্লা বাড়ি ও খান বাড়ির সামনে রাস্তার পাশে এমনভাবে ইট রাখা হয়েছে, এতে একটি গাড়ি চলাচলেও সমস্যা হয়।
ট্রাক রোডের বাসিন্দা কে এম সালাউদ্দিন বলেন, রাস্তায় নির্মাণসামগ্রী রেখে কাজ না করার জন্য জেলা প্রশাসনের বেশ কয়েকটি মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বাড়ির মালিকেরা নিষেধ করার পরেও মানছেন না। এই সড়কে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। সড়কে শৃঙ্খলা না থাকায় সবাইকেই ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় আল-আমিন মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ আসাদুজ্জামান দেওয়ান বলেন, রাস্তাটি সংস্কার হয়নি অনেক দিন ধরে। এরপর বাড়ির নির্মাণসামগ্রী রেখে কাজ করা হয়। শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচলে সমস্যা হয়। চোখেমুখে বালু ঢুকে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই উপাধ্যক্ষ।
স্থানীয় কাউন্সিলর ইউনুছ শোয়েব আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কটির বিভিন্নস্থান ভেঙেছে। পৌরসভার ফান্ডে টাকা না থাকায় রাস্তাটি সংস্কার করা যাচ্ছে না। নির্মাণসামগ্রী রেখে কাজ না করার জন্য বাড়ির মালিকদের নিষেধ করেছি। কিন্তু কেউই মানতে চায় না। পুরো শহরে একই পরিস্থিতি।’
কাউন্সিলর আরও বলেন, ‘ভোগান্তিতে পড়ে অনেক সময় মানুষ প্রশাসনকে দায়ী করেন। বাড়ির মালিকদের সচেতন হয়ে চলাচলের ব্যবস্থা রেখে কাজ করা উচিত। আমি বিষয়টি পৌরসভার সভায় গুরুত্ব সহকারে উপস্থাপন করব।’
নেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
১৬ মিনিট আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
২ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
৩ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
৩ ঘণ্টা আগে