Ajker Patrika

কুবিতে ‘মোবাইল চেক’ করে আন্দোলনকারীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

কুবি প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২২: ৫৯
কুবিতে ‘মোবাইল চেক’ করে আন্দোলনকারীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে আন্দোলনকারী এক শিক্ষার্থীর মোবাইল চেক করে মারধরের অভিযোগ উঠেছে। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থী ফরহাদ কাউসার। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ফরহাদ কাউসার বলেন, ‘আমি রাতের বাসে শহর থেকে টিউশন করে এসে ক্যাম্পাস গেটে নামি। এরপর আমাকে কয়েকজন ডেকে নিয়ে যায়। তাঁরা আমার ফোন কেড়ে নিয়ে লক খুলতে বলে এবং জানতে চায় আমি কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত আছি কিনা। আমার ফোন চেক করা অবস্থায় ছাত্রলীগের রবিন দাশ প্রথমে আমাকে মারধর শুরু করে। এরপর ছাত্রলীগের পাভেল, রাফি, শান্ত, রিয়াজ, রাব্বি আমাকে মারধর করে।’

অভিযুক্তদের একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুবি শাখার অন্যতম সমন্বয়ক মো. সাকিব হোসাইন বলেন, ‘ফরহাদ কাউসার আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছিলেন। আমরা শান্তিপূর্ণভাবেই আজকের সকল কর্মসূচি পালন করেছিলাম। কিন্তু এই যে হামলা সেটিতে আমরা মর্মাহত। ফোন চেক করে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আমরা এর যথাযথ বিচার চাই। আমরা প্রশাসন বরাবর অভিযোগ দেব। তাঁরা যদি যথাযথ বিচার না করেন তাহলে আমরা আদালত পর্যন্ত যাব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা এই বিষয় কোনো অভিযোগ পাইনি। এই বিষয়ে অভিযোগ এলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত