কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে আন্দোলনকারী এক শিক্ষার্থীর মোবাইল চেক করে মারধরের অভিযোগ উঠেছে। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষার্থী ফরহাদ কাউসার। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ফরহাদ কাউসার বলেন, ‘আমি রাতের বাসে শহর থেকে টিউশন করে এসে ক্যাম্পাস গেটে নামি। এরপর আমাকে কয়েকজন ডেকে নিয়ে যায়। তাঁরা আমার ফোন কেড়ে নিয়ে লক খুলতে বলে এবং জানতে চায় আমি কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত আছি কিনা। আমার ফোন চেক করা অবস্থায় ছাত্রলীগের রবিন দাশ প্রথমে আমাকে মারধর শুরু করে। এরপর ছাত্রলীগের পাভেল, রাফি, শান্ত, রিয়াজ, রাব্বি আমাকে মারধর করে।’
অভিযুক্তদের একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুবি শাখার অন্যতম সমন্বয়ক মো. সাকিব হোসাইন বলেন, ‘ফরহাদ কাউসার আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছিলেন। আমরা শান্তিপূর্ণভাবেই আজকের সকল কর্মসূচি পালন করেছিলাম। কিন্তু এই যে হামলা সেটিতে আমরা মর্মাহত। ফোন চেক করে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আমরা এর যথাযথ বিচার চাই। আমরা প্রশাসন বরাবর অভিযোগ দেব। তাঁরা যদি যথাযথ বিচার না করেন তাহলে আমরা আদালত পর্যন্ত যাব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা এই বিষয় কোনো অভিযোগ পাইনি। এই বিষয়ে অভিযোগ এলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে আন্দোলনকারী এক শিক্ষার্থীর মোবাইল চেক করে মারধরের অভিযোগ উঠেছে। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষার্থী ফরহাদ কাউসার। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ফরহাদ কাউসার বলেন, ‘আমি রাতের বাসে শহর থেকে টিউশন করে এসে ক্যাম্পাস গেটে নামি। এরপর আমাকে কয়েকজন ডেকে নিয়ে যায়। তাঁরা আমার ফোন কেড়ে নিয়ে লক খুলতে বলে এবং জানতে চায় আমি কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত আছি কিনা। আমার ফোন চেক করা অবস্থায় ছাত্রলীগের রবিন দাশ প্রথমে আমাকে মারধর শুরু করে। এরপর ছাত্রলীগের পাভেল, রাফি, শান্ত, রিয়াজ, রাব্বি আমাকে মারধর করে।’
অভিযুক্তদের একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুবি শাখার অন্যতম সমন্বয়ক মো. সাকিব হোসাইন বলেন, ‘ফরহাদ কাউসার আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছিলেন। আমরা শান্তিপূর্ণভাবেই আজকের সকল কর্মসূচি পালন করেছিলাম। কিন্তু এই যে হামলা সেটিতে আমরা মর্মাহত। ফোন চেক করে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আমরা এর যথাযথ বিচার চাই। আমরা প্রশাসন বরাবর অভিযোগ দেব। তাঁরা যদি যথাযথ বিচার না করেন তাহলে আমরা আদালত পর্যন্ত যাব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা এই বিষয় কোনো অভিযোগ পাইনি। এই বিষয়ে অভিযোগ এলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আজ রোববার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। গতকাল শনিবার শ্রমিকদের দাবি মেনে নিয়ে নোটিশ দিলেও তাঁরা বিক্ষোভ ও কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
১ সেকেন্ড আগেচট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
১৬ মিনিট আগেরাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
১ ঘণ্টা আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগে