Ajker Patrika

রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক অস্ত্র, গ্রেপ্তার ২

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ১৭ জুন ২০২২, ১৬: ৫২
রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক অস্ত্র, গ্রেপ্তার ২

কক্সবাজারের উখিয়ায় অত্যাধুনিক অস্ত্রসহ দুজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন-৮। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে ৮ এপিবিএন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ব্যাটেলিয়নটির অধিনায়ক শিহাব কায়সার খান।

অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ‘নাশকতার পরিকল্পনা নিয়ে ১৫-২০ জন দুর্বৃত্তকারী কয়েকটি দলে বিভক্ত হয়ে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে যাচ্ছিলেন ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দিকে। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ১৮ নম্বর ক্যাম্পের বিভিন্ন ব্লকে অবস্থান নেয় ৮ এপিবিএনের আভিযানিক দল। রাত সোয়া ১০টার দিকে পাঁচ-ছয়জন দুর্বৃত্তকে ২০ নম্বর ক্যাম্পের দিকে যাওয়ার পথে বাধা দেয় পুলিশের দলটি। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় তাদের পাল্টাগুলি করে পুলিশ। এ সময় নীল রঙের একটি ব্যাগ ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘দুর্বৃত্তদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে একটি এসল্ট রাইফেল এবং ৪৯১ রাউন্ড ৫.৫৬ এমএম গুলি উদ্ধার করা হয়। ঘটনার তিন ঘণ্টা পর ১৮ নম্বর ক্যাম্প থেকে পালিয়ে আসা মোহাম্মদ হোসেন ও জাহেদ হোসেন নামে দুজনকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ৬ হাজার ৩০০ ইয়াবাসহ ১৫ নম্বর ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়।’

৮ এপিবিএন অধিনায়ক সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘এ ঘটনায় জড়িতদের ধরতে এপিবিএনের যৌথ অভিযান অব্যাহত আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত