Ajker Patrika

টেকনাফের রোহিঙ্গা শিবিরে রেশনকে কেন্দ্র করে বিক্ষোভের চেষ্টা

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
টেকনাফের রোহিঙ্গা শিবিরে রেশনকে কেন্দ্র করে বিক্ষোভের চেষ্টা

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরে ফুড কার্ডকে (রেশন কার্ড) কেন্দ্র করে রোহিঙ্গারা বিক্ষোভের চেষ্টা করেছে। আজ রোববার সকালে হ্নীলা ইউনিয়নের নিবন্ধিত শিবিরে এ বিক্ষোভের ঘটনা ঘটেছে। 

রোহিঙ্গা ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত জুন মাস থেকে ২০১৭ সালে রোহিঙ্গাদের যে ফুড কার্ড করা হয়েছিল সেটি ১৯৯২ সালে আগত রোহিঙ্গাদের ফুড কার্ডের মতোই। এ নিয়েই রোহিঙ্গারা এ বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা চালায়। শুধু তাই নই, এ কারণে গত জুলাই মাসে ওই নিবন্ধিত রোহিঙ্গারা রেশন গ্রহণ করেননি। 

সূত্রটি জানায় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে (১৯৯২ সালে আগত রোহিঙ্গা) পুরোনো ও নতুন (২০১৭ সালে আগত) রোহিঙ্গারা বসবাস করে আসছে। এতদিন পুরোনো রোহিঙ্গাদের ফুড কার্ড নতুন রোহিঙ্গাদের ফুড কার্ডের চেয়ে ভিন্ন ছিল। সকল রোহিঙ্গাদের মাঝে সমপরিমাণ খাবার বিতরণের জন্য পুরোনো রোহিঙ্গাদের ফুড কার্ড ফেরত নিয়ে গত জুন মাসে নতুন ফুড কার্ড ইস্যু করা হয়। নতুন ফুড কার্ড অন্যান্য ক্যাম্পের সমসাময়িক নতুন রোহিঙ্গাদের ফুড কার্ডের অনুরূপ হওয়ায় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পুরোনো রোহিঙ্গারা নতুন ফুড কার্ড গ্রহণ না করে জুলাই মাসের রেশন উত্তোলন করেনি। 

নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পুরোনো রোহিঙ্গাদের দাবি হচ্ছে, নতুন রোহিঙ্গাদের ফুড কার্ড এবং তাঁদের ফুড কার্ড একই রকম হওয়াতে রেজিস্টার্ড ক্যাম্পের পুরোনো ও নবাগত রোহিঙ্গাদের সমান মর্যাদা দেওয়া হচ্ছে। তাই তাঁরা কোন ভাবেই এটা মেনে নেবে না। 

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার RRRC ও UNHCR কর্তৃপক্ষ ফুড কার্ড বিষয়ে ওই সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই সিদ্ধান্তে এখনো অটল রয়েছে। 

কক্সবাজার ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক উক্ত তথ্য নিশ্চিত করে জানান, ফুড কার্ড বিষয়টি নিয়ে বর্তমানে ক্যাম্পের পুরোনো রোহিঙ্গাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। গত কয়েক দিন তাঁরা এ নিয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে তাঁদের এপিবিএন ক্যাম্পে ডেকে বোঝানো হয় এবং তাঁরা তা মেনে নেয়। উক্ত বিষয়ে ক্যাম্প ইনচার্জ সিআইসি এবং ইউএনএইচসিআর'র সঙ্গে আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য সব প্রচেষ্টা অব্যাহত আছে। আজ রবিবার ভোর থেকেই পুরোনো রোহিঙ্গারা নয়াপাড়া ক্যাম্পে বিক্ষোভ প্রদর্শন করার চেষ্টা করে যাচ্ছে। তবে এপিবিএন সতর্ক রয়েছে এবং পাহারা জোরদার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত