Ajker Patrika

চলন্ত বাসে স্কুলশিক্ষিকার শ্লীলতাহানির দায়ে ১ মাসের কারাদণ্ড

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের মীরসরাইয়ে চলন্ত বাসে এক স্কুলশিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে শওকত হোসেন (৩৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার চট্টগ্রাম থেকে বাসে মিরসরাইয়ের বড়তাকিয়া যাওয়ার পথে এই ঘটনা ঘটে। 

মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএমএন জামিউল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে এ সাজা দিয়েছেন। 

সাজাপ্রাপ্ত শওকত পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি। তিনি চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বন্দর এলাকার কাপুডিয়া পাড়ার আবুল মকছুদের ছেলে। 

জানা গেছে, মীরসরাই উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহানা (ছদ্মনাম) চট্টগ্রাম থেকে সকাল ৯টায় চয়েস পরিবহনের একটি বাসে ওঠেন। চলন্ত বাসে অভিযুক্ত যুবক তাঁর শ্লীলতাহানি করেন। এরপর তিনি আরও কয়েকজনের সহযোগিতায় অভিযুক্ত যুবককে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমার অফিসে মীরসরাই নিয়ে যান। পরে তিনি ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএমএন জামিউল চাকমা বলেন, ‘সোমবার সকালে এক স্কুলশিক্ষিকাকে বাসের ভেতরে শ্লীলতাহানি করার কারণে শওকত নামের এক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এরপর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই যুবক নিজের দোষ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধির ১৮৬০ এর ধারা ৫০৯ মোতাবেক অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত