Ajker Patrika

চান্দগাঁওয়ে ৩দিন ধরে পানি সংকট, দুর্ভোগে ৪০ হাজার বাসিন্দা

প্রতিনিধি, চট্টগ্রাম
চান্দগাঁওয়ে ৩দিন ধরে পানি সংকট, দুর্ভোগে ৪০ হাজার বাসিন্দা

চান্দগাঁওয়ের সিএন্ডবি বিসিক শিল্প এলাকায় তিনদিন ধরে নেই পানি । এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার প্রায় ৪০ হাজার বাসিন্দা।

চান্দগাঁও বিসিক শিল্প এলাকার আফজল মাঝির বাড়ি ও বরিশাল বাজার এলাকায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত পুরো এলাকায় পানি নেই। ফলে তিনদিন ধরে  পানির জন্য এলাকার সকলকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চান্দগাঁওয়ের স্থানীয় বাসিন্দারা জানান, দুই এলাকাজুড়ে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। গত বৃহস্পতিবার রাত থেকে পানি না থাকায় সকলে অনেক বিপদে পড়েছে। ইফতারের সময় এলাকার লোকজন পানির জন্য এদিক-ওদিক ছোটাছুটি করছে বলেও জানান তারা। 

অথচ রমজান মাসজুড়ে নিরবচ্ছিন্নভাবে নগরে পানি এবং বিদ্যুৎ সরবরাহের জন্য ওয়াসা কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ কর্তৃপক্ষ কন্ট্রোল রুম চালু করেছে।

বিষয়টি সম্পর্কে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই এলাকার পানির সংযোগ ডাইভার্ট করা হচ্ছে। আজকের মধ্যে পানির সমস্যা সমাধান হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত