Ajker Patrika

চবির হিসাব নিয়ামক পদে হঠাৎ রদবদল, নতুন দায়িত্বপ্রাপ্তের যোগ্যতা নিয়ে প্রশ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ২০: ১৯
চবির হিসাব নিয়ামক পদে হঠাৎ রদবদল, নতুন দায়িত্বপ্রাপ্তের যোগ্যতা নিয়ে প্রশ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব নিয়ামক পদে হঠাৎ রদবদল করা হয়েছে। ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ফরিদুল আলম চৌধুরীকে বদলি করে সেই পদে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে একই দপ্তরের উপ হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলামকে (ভারপ্রাপ্ত) পদায়ন করা হয়েছে। 

এ দিকে এই পদে আমিরুল ইসলামের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর হিসাব বা বাণিজ্য সংক্রান্ত কোনো ডিগ্রি নেই। তিনি বিতর্কিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের ওপর ডিগ্রি নিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় পদের কর্মকর্তাকে হঠাৎ বদলির আদেশে বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ছাড়া পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে উপেক্ষা করে অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তাকে হিসাব নিয়ামক পদে নিয়োগ দেওয়ায় কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়। 

আদেশে ফরিদুল আলমকে বদলির কারণ হিসেবে দাপ্তরিক কাজের স্বার্থের কথা উল্লেখ করা হয়েছে। তাঁকে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে বদলি করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, প্রশাসনিক প্রয়োজনে হিসাব নিয়ামক পদে রদবদল করা হয়েছে। 

জ্যেষ্ঠতার লঙ্ঘন ও বাণিজ্যের ওপর কোনো ডিগ্রি না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়টা গুরুত্বপূর্ণ না। তিনি দক্ষ ও যোগ্য। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন। প্রশাসন কাজের স্বার্থে যেটা ভালো মনে করে সেটা করবে।’

এদিকে বাণিজ্য শিক্ষা বা হিসাব নিয়ামকের ওপর কোনো ডিগ্রি না থাকার বিষয়টি আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন নবনিযুক্ত হিসাব নিয়ামক আমিরুল ইসলাম। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের ওপর ডিগ্রি নিয়েছেন বলে জানান। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী আজকের পত্রিকাকে বলেন, ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনের বিষয়টি আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। প্রশাসন সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমরা জরুরি সাধারণ সভার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত