Ajker Patrika

শাহরাস্তিতে ৩৪১ হেক্টর জমির আউশ তলিয়েছে বন্যার পানিতে 

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১০: ০১
শাহরাস্তিতে ৩৪১ হেক্টর জমির আউশ তলিয়েছে বন্যার পানিতে 

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গত ১০ দিনের বন্যার পানিতে সাড়ে ৪ হাজার কৃষকের ৩৪১ হেক্টর জমির রোপা আউশসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের বীজতলা। কৃষকদের শঙ্কা, আমনের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে। উপজেলা কৃষি বিভাগ বলছে, কৃষকদের ৬ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। 

গত কয়েক দিন শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর, সূচিপাড়া দক্ষিণ, রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়ন ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকায় বড় বড় মাঠজুড়ে রয়েছে রোপা আউশ। তবে অধিকাংশই পানির নিচে। 

উপজেলা কৃষি বিভাগ থেকে জানা গেছে, বন্যায় উপজেলার ১২৯ হেক্টর জমির রোপা আউশ, বীজতলা ২০ হেক্টর, আমন ১৩৩ হেক্টর ও ৫৯ হেক্টর শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক ৪ হাজার ৩৪১ জন। 

রায়শ্রী উত্তর ইউনিয়নের সীমান্ত এলাকা উনকিলা গ্রামের কৃষক কেরামত আলী বলেন, ‘আমার এক একর জমিতে আউশের আবাদ আছে। ধান কাটার সময় হয়েছে, কিন্তু এখন সবই শেষ। বসতঘর ও রাস্তায় পানি। আমাদের এই ক্ষতির কী হবে বলতে পারছি না।’ 

একই এলাকার দুলাল নামে আরেক কৃষক বলেন, এ বছর তিনিও এক একেরর অধিক জমিতে রোপা আউশ আবাদ করেছেন। তাঁর জমিগুলোও এখন পানিতে তলিয়ে গেছে। গাছের চিহ্নও দেখা যায় না। ঋণ করে টাকা নিয়ে জমিতে বিনিয়োগ করেছেন। এখন তিনি অনেকটা দিশেহারা। 

শহীদ উল্লাহ নামে আরেক কৃষক বলেন, ১৯৮৮ ও ২০০৪ সালে বন্যা হয়েছে, কিন্তু এ ধরনের হয়নি। এবারের বন্যায় আমাদের ফসলসহ সব ধরনের ক্ষতি হয়েছে। বসতঘর, রাস্তা ও ফসল সবকিছু শেষ। বহু কৃষকের ধান পচে গেছে। অনেকেই পানির নিচ থেকে ধান কেটেছেন। কিন্তু ধান খুবই কম। সব মাটিতে পড়ে গেছে। 

সূচিপাড়া উত্তর ইউনিয়নের দইকামতা গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, তাঁদের এলাকার সব ফসলি জমি পানিতে তলিয়ে আছে গত ১০ দিন। পানির উচ্চতা প্রায় ৫ ফুট। ফসলের এ ধরনের ক্ষতি গত এক দশকেও হয়নি। আউশ কেউ কাটতে পারেনি। আমনের বীজতলা পানির নিচে। শাক-সবজি কিছু অবশিষ্ট নেই। ব্যাপক ক্ষতির সম্মুখীন এলাকার কৃষক। 

উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার বলেন, গত প্রায় ১০ দিনে উপজেলার বন্যাকবলিত ইউনিয়নের মাঠ জরিপে আমরা ক্ষতিগ্রস্ত সাড়ে ৪ হাজার কৃষকের তথ্য পেয়েছি। রোপা আউশসহ বিভিন্ন ফসলে ৬ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকার প্রাথমিক ক্ষতির আশঙ্কা করছি। আমরা এসব ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব। একই সঙ্গে তাঁদের প্রণোদনার আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত