হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১১ জন নারীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা প্রত্যেকে জামায়াতে ইসলামের সদস্য বলে দাবি পুলিশের।
আজ সোমবার গএপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি (কাতার-কানাডা) টাওয়ারে ১১ তলার সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালামের ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়।
এ তথ্য জানিয়েছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।
গ্রেপ্তার নারীরা হলেন—হাজীগঞ্জ উপজেলা সদরের ফাতেমা বেগম (৪২), হাসিনা বেগম (৪৭), সালমা আহম্মদ (৩৮), কচুয়া উপজেলার নাছরিন খানম (৫২), শাহানা বেগম (৪৩), সাচার উপজেলার আঞ্জুমারা লাকি (৪০), শাহরাস্তি উপজেলার জেসমিন আক্তার (৪৮), নিহারা বেগম (৫৭), শিরিনা বেগম (৪২), মাসুদা বেগম (৪০) ও সেলিনা আক্তার (৪৩)।
থানা–পুলিশ বলছে, কিউসি টাওয়ারের ১১ তলার ‘বি’ ব্লকে ভাড়া বাসায় পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন আসছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম। তিনি বাসা ভাড়া নেওয়ার পর থেকে নিয়মিত ওই বাসায় জামায়াতের নারী সদস্যেরা আসা-যাওয়া করতেন এবং সেখানে গোপন বৈঠক করতেন। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসাসহ ভবনটি নজরদারিতে রাখে পুলিশ। গতকাল রোববার গোপন বৈঠক চলাকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলামসহ তাঁর সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানে জামায়াতের ১১ নারী সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ওই বাসা থেকে জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে কিউসি টাওয়ারের ‘বি’ ব্লকের দারোয়ান মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে জানান, ওই বাসায় প্রায়ই বেশ কিছু মহিলা আসা-যাওয়া করতেন। তবে তাঁরা কি কারণে আসা-যাওয়া করতেন তা তিনি জানেন না। এখন ওই নারীদের আটক হওয়ার পর তিনি বিষয়টি জেনেছেন।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘প্রাথমিক তদন্ত ও আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের অনেক পরিকল্পনার কথা জানতে পারি। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’
চাঁদপুরের হাজীগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১১ জন নারীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা প্রত্যেকে জামায়াতে ইসলামের সদস্য বলে দাবি পুলিশের।
আজ সোমবার গএপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি (কাতার-কানাডা) টাওয়ারে ১১ তলার সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালামের ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়।
এ তথ্য জানিয়েছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।
গ্রেপ্তার নারীরা হলেন—হাজীগঞ্জ উপজেলা সদরের ফাতেমা বেগম (৪২), হাসিনা বেগম (৪৭), সালমা আহম্মদ (৩৮), কচুয়া উপজেলার নাছরিন খানম (৫২), শাহানা বেগম (৪৩), সাচার উপজেলার আঞ্জুমারা লাকি (৪০), শাহরাস্তি উপজেলার জেসমিন আক্তার (৪৮), নিহারা বেগম (৫৭), শিরিনা বেগম (৪২), মাসুদা বেগম (৪০) ও সেলিনা আক্তার (৪৩)।
থানা–পুলিশ বলছে, কিউসি টাওয়ারের ১১ তলার ‘বি’ ব্লকে ভাড়া বাসায় পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন আসছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম। তিনি বাসা ভাড়া নেওয়ার পর থেকে নিয়মিত ওই বাসায় জামায়াতের নারী সদস্যেরা আসা-যাওয়া করতেন এবং সেখানে গোপন বৈঠক করতেন। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসাসহ ভবনটি নজরদারিতে রাখে পুলিশ। গতকাল রোববার গোপন বৈঠক চলাকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলামসহ তাঁর সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানে জামায়াতের ১১ নারী সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ওই বাসা থেকে জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে কিউসি টাওয়ারের ‘বি’ ব্লকের দারোয়ান মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে জানান, ওই বাসায় প্রায়ই বেশ কিছু মহিলা আসা-যাওয়া করতেন। তবে তাঁরা কি কারণে আসা-যাওয়া করতেন তা তিনি জানেন না। এখন ওই নারীদের আটক হওয়ার পর তিনি বিষয়টি জেনেছেন।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘প্রাথমিক তদন্ত ও আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের অনেক পরিকল্পনার কথা জানতে পারি। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
৭ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
৩০ মিনিট আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
৪৩ মিনিট আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১ ঘণ্টা আগে