Ajker Patrika

পাশে সিলিন্ডার, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পাশে সিলিন্ডার, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে প্রতিবাদ

সিআরবিতে গাছ কেটে হাসপাতাল করলে নগরবাসী কী ধরনের সমস্যায় পড়বে, তা প্রতীকীভাবে দেখিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী। তিনি পাশে অক্সিজেন সিলিন্ডার রেখে, মুখে অক্সিজেনের মাস্ক লাগিয়ে প্রতিবাদ জানান। 

আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত চট্টলা ইয়ুথ কয়ার ব্যানারে অভিনব এই প্রতিবাদ জানানো হয়। 

ব্যতিক্রম এই প্রতিবাদের বিষয়ে জানতে চাইলে নাসিরুদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সিআরবি চট্টগ্রামের ফুসফুস। ভয়াবহ দূষণের শিকার চট্টগ্রাম। এই দূষণের হাত থেকে বাঁচতে, অক্সিজেন নিতে মানুষ সিআরবিতে যায়। কিন্তু সেই সিআরবিতে পরিবেশ ধ্বংস করে, হাসপাতাল করলে নগরবাসীর অক্সিজেন সিলিন্ডার পাশে রেখে ঘুরতে হবে। কারণ ভয়ংকর অক্সিজেন সংকটে পড়বে চট্টগ্রাম। 

নাসিরুদ্দিন করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যুর মুখ থেকে ফিরেছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানান রোগে ভুগছেন। তিনি বলেন, হাসপাতালে থাকার সময় অক্সিজেন সংকটের কষ্ট উপলব্ধি করেছি। তাই অক্সিজেনের কবর রচনা করে সিআরবিতে হাসপাতাল করতে দেওয়া যাবে না। 

নাসিরুদ্দিনের সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধা ও গবেষক মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সদস্য জামশেদুল আলম চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত