প্রতিনিধি, বান্দরবান
বান্দরবানে পাহাড় কাটতে গিয়ে পাহাড়ের বিশাল অংশ ধ্বসে পড়ে এস্কেবেটরের চালক ও সহকারী আহত হয়েছেন। এসময় মাটি চাপা পড়েছে পাহাড় কাটার কাজে ব্যবহৃত এস্কেবেটর ও একটি মিনিট্রাক।
শনিবার দুপুরে বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড লাঙ্গী পাড়ায় এই দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে এস্কেবেটরটি রাস্তার পাশে একটি পাহাড় কেটে মাটিগুলো ট্রাক দিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলো।হঠাৎ উপর থেকে পাহাড়ের একটি বিশাল অংশ ধ্বসে এস্কেবেটর ও ড্রাম ট্রাকের উপর পড়ে।
এসময় এস্কেবেটরসহ চালক এবং মিনিট্রাকটি মাটি চাপা পড়ে। দ্রুত স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় এস্কেবেটরের চালক মো. মনির হোসেন (২৫) কে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দা সাহেব মিয়া, আবুল কাশেম ও জাফর সাংবাদিকদের জানান, বান্দরবান পৌরসভার পক্ষে কাউন্সিলর সৌরভ দাশ শেখর রাস্তা উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করতে গিয়ে পাহাড়ের বিশাল একটি অংশ কেটে ফেলে। বালি মাটির পাহাড়টি অনেক উঁচু হওয়া সত্ত্বেও এস্কেবেটর দিয়ে বার বার পাহাড়ের গোড়ার অংশ থেকে মাটি কাটছিল তারা। এসময় হঠাৎ পাহাড় ভেঙ্গে পড়ে এস্কেবেটর ও চালক এবং একটি ট্রাক মাটি চাপা পড়েছে।
তারা আরো জানান, রাস্তার কাজ শেষ হলেও একটি চক্র পাহাড়টি কেটে মাটি বিক্রি করছিল।যে কোনো সময় পাহাড়টির আরো বিশাল অংশ ধ্বসে পড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা জানান।
এদিকে পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আব্দুল সালাম জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। পাহাড় কাটার কাজে ব্যবহৃত এস্কেবেটর ও ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
তবে রাস্তা চলাচলের উপযোগী করতে এস্কেবেটর ভাড়া নিয়ে মাটি সরানোর কাজ হচ্ছিলো বলে জানিয়েছেন প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ দাশ শেখর।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তিনি বলেন, মাটি চাপা পড়া এস্কেবেটর ও ট্রাক আটক করা হয়েছে। ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
বান্দরবানে পাহাড় কাটতে গিয়ে পাহাড়ের বিশাল অংশ ধ্বসে পড়ে এস্কেবেটরের চালক ও সহকারী আহত হয়েছেন। এসময় মাটি চাপা পড়েছে পাহাড় কাটার কাজে ব্যবহৃত এস্কেবেটর ও একটি মিনিট্রাক।
শনিবার দুপুরে বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড লাঙ্গী পাড়ায় এই দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে এস্কেবেটরটি রাস্তার পাশে একটি পাহাড় কেটে মাটিগুলো ট্রাক দিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলো।হঠাৎ উপর থেকে পাহাড়ের একটি বিশাল অংশ ধ্বসে এস্কেবেটর ও ড্রাম ট্রাকের উপর পড়ে।
এসময় এস্কেবেটরসহ চালক এবং মিনিট্রাকটি মাটি চাপা পড়ে। দ্রুত স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় এস্কেবেটরের চালক মো. মনির হোসেন (২৫) কে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দা সাহেব মিয়া, আবুল কাশেম ও জাফর সাংবাদিকদের জানান, বান্দরবান পৌরসভার পক্ষে কাউন্সিলর সৌরভ দাশ শেখর রাস্তা উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করতে গিয়ে পাহাড়ের বিশাল একটি অংশ কেটে ফেলে। বালি মাটির পাহাড়টি অনেক উঁচু হওয়া সত্ত্বেও এস্কেবেটর দিয়ে বার বার পাহাড়ের গোড়ার অংশ থেকে মাটি কাটছিল তারা। এসময় হঠাৎ পাহাড় ভেঙ্গে পড়ে এস্কেবেটর ও চালক এবং একটি ট্রাক মাটি চাপা পড়েছে।
তারা আরো জানান, রাস্তার কাজ শেষ হলেও একটি চক্র পাহাড়টি কেটে মাটি বিক্রি করছিল।যে কোনো সময় পাহাড়টির আরো বিশাল অংশ ধ্বসে পড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা জানান।
এদিকে পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আব্দুল সালাম জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। পাহাড় কাটার কাজে ব্যবহৃত এস্কেবেটর ও ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
তবে রাস্তা চলাচলের উপযোগী করতে এস্কেবেটর ভাড়া নিয়ে মাটি সরানোর কাজ হচ্ছিলো বলে জানিয়েছেন প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ দাশ শেখর।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তিনি বলেন, মাটি চাপা পড়া এস্কেবেটর ও ট্রাক আটক করা হয়েছে। ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
৫ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
২১ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
২৮ মিনিট আগেসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চান্দাইকোনা নাগপাড়া এলাকার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে