Ajker Patrika

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আরও এক যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আরও এক যুবক নিহত

১২ ঘণ্টা ব্যবধানে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুইটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে শফিকুর রহমান ওরফে শুক্কুর (২২) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন। আজ শুক্রবার বিকেলে উপজেলার পালংখালী জামতলি আশ্রয়শিবিরের জি/ ৪ ব্লকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে জড়িতদের গ্রেপ্তারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত যুবক পালংখালী জামতলি ১৫ নম্বর আশ্রয়শিবিরের ফয়জুল করিমের ছেলে। 

রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-১১ ব্লকে সন্ত্রাসীদের গুলিতে কবির আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হন। আহত হয়েছেন আরেকজন। এ নিয়ে ১২ ঘণ্টার ব্যবধানে আশ্রয়শিবিরের সন্ত্রাসীদের গোলাগুলিতে দুজন নিহত হলেন। 

স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসা ও আরএসওর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শুক্কুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন পুলিশ অভিযান শুরু করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত