মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনা থেকে নিখোঁজ আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় নিখোঁজ শিক্ষার্থী তৌফিক আহম্মেদ তারেকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত রোববার বেলা ১১টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া নাপিত্তারছড়া ঝরনা দেখতে আসেন তিন বন্ধু। তাঁরা হলেন ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ইশতিয়াকুর রহমান প্রান্ত (২৪), ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) স্নাতকের ছাত্র মাসুদ আহম্মেদ তানভীর (২৪) ও তাঁর ছোট ভাই তৌফিক আহম্মেদ তারেক (২০)।
রোববার সারা দিন ছিল প্রচুর বৃষ্টি। তিনজনের মধ্যে ইশতিয়াকের মরদেহ রোববার রাত ৮টায় মিরসরাই থানার পুলিশ উদ্ধার করে। মাসুদ আহম্মেদ তানভীরের মরদেহ পরদিন সোমবার বিকেল সাড়ে ৪টায় ছড়া দিয়ে ভেসে গেলে তিন কিলোমিটার দূরে ছড়া থেকে উদ্ধার করে পুলিশ।
তারেকের বন্ধু ফুয়াদ হাসান জানান, তারেকের মরদেহ খালে ভেসে যেতে দেখে স্থানীয় জনতা রশি দিয়ে বেঁধে রাখে। পরে তারেকের বন্ধুরা খোঁজ পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ পর্যন্ত নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘আজ মঙ্গলবার সকালে ঝরনা থেকে চার কিলোমিটার দূরে খৈয়াছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাগলখাইয়া খালে শাহেরখালী খালের মুখ থেকে ভাসমান অবস্থায় তারেকের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে ইশতিয়াকুর রহমান প্রান্ত ও মাসুদ আহম্মেদ তানভীরের লাশ উদ্ধার করা হয়।’
ওসি বলেন, তিনজন সম্ভাবনাময় তরুণের অকালমৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তিনজন মেধাবী ছাত্রের মৃত্যু মর্মান্তিক। এখানে সংশ্লিষ্ট সবার দায়িত্ব ছিল। কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। আমরা উচ্চপর্যায়ে যোগাযোগ করেছি। এটি বন্ধ করে একটি নিয়ম-শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব।’
এদিকে দুই সন্তান তানভীর ও তারেককে হারিয়ে মা কামরুন্নাহার ও বাবা শাহাব উদ্দিন শোকে বাকরুদ্ধ।
স্থানীয় লোকজনের অভিযোগ, ঝরনায় যাওয়ার রাস্তা নেই, পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা নেই, কোনো অবকাঠামো উন্নয়ন না করে বন বিভাগ কর্তৃক ঝরনা ইজারা দেওয়া অযৌক্তিক এবং অমানবিক। এ ঘটনার আগেও এখানে আরও পর্যটকের মৃত্যুর ঘটনা এবং অসংখ্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে তাঁরা বন বিভাগ ও ইজারাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, রোববার মিরসরাইয়ের নাপিত্তারছড়া ঝরনার চূড়ায় উঠে পড়ে যান দুই সহোদর তানভীর ও তারেক এবং তাঁদের বন্ধু ইশতিয়াকুর। ইশতিয়াক জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জাকারিয়ার ছেলে। চট্টগ্রামের হালিশহরের বি-ব্লকে তাঁর বাড়ি। আর দুই ভাই তানভীর ও তারেকের বাবার নাম শাহাবুদ্দিন। তাঁদের বাড়িও হালিশহরে।
চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনা থেকে নিখোঁজ আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় নিখোঁজ শিক্ষার্থী তৌফিক আহম্মেদ তারেকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত রোববার বেলা ১১টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া নাপিত্তারছড়া ঝরনা দেখতে আসেন তিন বন্ধু। তাঁরা হলেন ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ইশতিয়াকুর রহমান প্রান্ত (২৪), ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) স্নাতকের ছাত্র মাসুদ আহম্মেদ তানভীর (২৪) ও তাঁর ছোট ভাই তৌফিক আহম্মেদ তারেক (২০)।
রোববার সারা দিন ছিল প্রচুর বৃষ্টি। তিনজনের মধ্যে ইশতিয়াকের মরদেহ রোববার রাত ৮টায় মিরসরাই থানার পুলিশ উদ্ধার করে। মাসুদ আহম্মেদ তানভীরের মরদেহ পরদিন সোমবার বিকেল সাড়ে ৪টায় ছড়া দিয়ে ভেসে গেলে তিন কিলোমিটার দূরে ছড়া থেকে উদ্ধার করে পুলিশ।
তারেকের বন্ধু ফুয়াদ হাসান জানান, তারেকের মরদেহ খালে ভেসে যেতে দেখে স্থানীয় জনতা রশি দিয়ে বেঁধে রাখে। পরে তারেকের বন্ধুরা খোঁজ পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ পর্যন্ত নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘আজ মঙ্গলবার সকালে ঝরনা থেকে চার কিলোমিটার দূরে খৈয়াছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাগলখাইয়া খালে শাহেরখালী খালের মুখ থেকে ভাসমান অবস্থায় তারেকের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে ইশতিয়াকুর রহমান প্রান্ত ও মাসুদ আহম্মেদ তানভীরের লাশ উদ্ধার করা হয়।’
ওসি বলেন, তিনজন সম্ভাবনাময় তরুণের অকালমৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তিনজন মেধাবী ছাত্রের মৃত্যু মর্মান্তিক। এখানে সংশ্লিষ্ট সবার দায়িত্ব ছিল। কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। আমরা উচ্চপর্যায়ে যোগাযোগ করেছি। এটি বন্ধ করে একটি নিয়ম-শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব।’
এদিকে দুই সন্তান তানভীর ও তারেককে হারিয়ে মা কামরুন্নাহার ও বাবা শাহাব উদ্দিন শোকে বাকরুদ্ধ।
স্থানীয় লোকজনের অভিযোগ, ঝরনায় যাওয়ার রাস্তা নেই, পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা নেই, কোনো অবকাঠামো উন্নয়ন না করে বন বিভাগ কর্তৃক ঝরনা ইজারা দেওয়া অযৌক্তিক এবং অমানবিক। এ ঘটনার আগেও এখানে আরও পর্যটকের মৃত্যুর ঘটনা এবং অসংখ্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে তাঁরা বন বিভাগ ও ইজারাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, রোববার মিরসরাইয়ের নাপিত্তারছড়া ঝরনার চূড়ায় উঠে পড়ে যান দুই সহোদর তানভীর ও তারেক এবং তাঁদের বন্ধু ইশতিয়াকুর। ইশতিয়াক জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জাকারিয়ার ছেলে। চট্টগ্রামের হালিশহরের বি-ব্লকে তাঁর বাড়ি। আর দুই ভাই তানভীর ও তারেকের বাবার নাম শাহাবুদ্দিন। তাঁদের বাড়িও হালিশহরে।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৩ ঘণ্টা আগে