Ajker Patrika

আইআইইউসি থেকে মাসে ১৪ লাখ টাকা সম্মানী নেন এমপি নদভী ও তাঁর স্ত্রী, ব্যাখ্যা চায় ইউজিসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) থেকে প্রতি মাসে সম্মানী বাবদ ৭ লাখ করে মোট ১৪ লাখ ও গাড়ির তেল খরচ বাবদ ২ লাখ টাকা নেন এমপি নদভী ও তাঁর স্ত্রী। এমপি আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন নদভী এ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তাঁর স্ত্রী রিজিয়া সুলতানা চৌধুরী ট্রাস্টি বোর্ডের সদস্য। এ বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি)। 

শুক্রবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এই চিঠি দেন ইউজিসি। চিঠিতে স্বাক্ষর করেছেন ইউজিসির পরিচালক মো. ওমর ফারুক। 

ইউজিসি মূলত নদভী ও তাঁর স্ত্রী রিজিয়া সুলতানার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে চিঠিতে। দুর্নীতি দমন কমিশনে (দুদকে) আসে অভিযোগটি। এটি তদন্ত করতে ইউজিসির কাছে পাঠায় দুদক। এরপর ইউজিসি আইআইইউসির কাছে ব্যাখ্যা চেয়েছে। 

চিঠিতে আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নেজামুদ্দিন নদভী ও ট্রাস্টি বোর্ডের সদস্য রিজিয়া সুলতানা চৌধুরীর বিরুদ্ধে প্রতি মাসে সম্মানী বাবদ ৭ লাখ করে মোট ১৪ লাখ, গাড়ির তেল বাবদ ২ লাখ, চালকের বেতন ৭০ হাজার এবং ব্যক্তিগত সহকারীর বেতন নেওয়াসহ আরও কয়েকটি অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৪৪ (৭) মোতাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলের অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীর ব্যয় ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না বলে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সদস্যদের আর্থিক সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই বলেও চিঠিতে উল্লেখ করেছে ইউজিসি। 

এ বিষয়ে আগামী ৫ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় থেকে সম্মানীর টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রিজিয়া সুলতানা চৌধুরী। তিনি বলেন, ‘প্রতি মাসে সম্মানী বাবদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাকা দিয়ে থাকে।’ তবে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাছ থেকে জেনে নিতে বলেন তিনি। 

এ বিষয়ে জানতে আইআইইউসির রেজিস্ট্রার আকতারুজ্জামান কায়সারের ফোন নম্বরে কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত