ফেনী প্রতিনিধি
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ফেনীতে বাস উল্টে রবিউল হাসান সামির (২০) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামির শর্শদি ইউনিয়নের চোসনা এলাকার পেশকার বাড়ির সেলিম হোসেনের ছোট ছেলে। তিনি ফেনীর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শহরতলির শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষ করে বাড়ি যাওয়ার জন্য যাত্রীবাহী বাসে ওঠেন সামির। বেলা আড়াইটার দিকে বাসটি ফতেহপুর এলাকায় ইউ টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন সামির।
এ ঘটনায় গাড়িতে থাকা অন্য যাত্রীরাও কমবেশি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিন উদ্দিন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ফেনী থেকে চিওড়াগামী বাসটি আনুমানিক ৩টার দিকে স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে ইউ টার্ন নিয়ে একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে যায়। জানালার পাশের সিটে বসার কারণে গাড়ির নিচে চাপা পড়ে সে। পরে গাড়ির নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’
নিহতের বন্ধু মইনুল হোসেন বলেন, ‘গতকাল রাতেও আমরা একসঙ্গে ছিলাম, সকালে পরীক্ষা দিতে সালাহউদ্দিন স্কুলে, আমি চৌদ্দগ্রামে যাই। পরীক্ষা দিয়ে বাড়িতে এসে শুনি সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার হঠাৎ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারকারী পুলিশ সদস্য ওমর ফারুক বলেন, ‘যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি, চালকের সহকারী (হেলপার) বাসটি চালাচ্ছিল। চালকের অদক্ষতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, ‘ঘটনাস্থল থেকে বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকারী কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ফেনীতে বাস উল্টে রবিউল হাসান সামির (২০) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামির শর্শদি ইউনিয়নের চোসনা এলাকার পেশকার বাড়ির সেলিম হোসেনের ছোট ছেলে। তিনি ফেনীর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শহরতলির শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষ করে বাড়ি যাওয়ার জন্য যাত্রীবাহী বাসে ওঠেন সামির। বেলা আড়াইটার দিকে বাসটি ফতেহপুর এলাকায় ইউ টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন সামির।
এ ঘটনায় গাড়িতে থাকা অন্য যাত্রীরাও কমবেশি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিন উদ্দিন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ফেনী থেকে চিওড়াগামী বাসটি আনুমানিক ৩টার দিকে স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে ইউ টার্ন নিয়ে একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে যায়। জানালার পাশের সিটে বসার কারণে গাড়ির নিচে চাপা পড়ে সে। পরে গাড়ির নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’
নিহতের বন্ধু মইনুল হোসেন বলেন, ‘গতকাল রাতেও আমরা একসঙ্গে ছিলাম, সকালে পরীক্ষা দিতে সালাহউদ্দিন স্কুলে, আমি চৌদ্দগ্রামে যাই। পরীক্ষা দিয়ে বাড়িতে এসে শুনি সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার হঠাৎ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারকারী পুলিশ সদস্য ওমর ফারুক বলেন, ‘যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি, চালকের সহকারী (হেলপার) বাসটি চালাচ্ছিল। চালকের অদক্ষতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, ‘ঘটনাস্থল থেকে বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকারী কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
নাটোর শহরের হরিশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অপু হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। অপু হরিশপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। অপরদিকে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেউচ্চশিক্ষার উদ্দেশ্যে তেরো বছর বয়সে বাড়ি ছেড়ে চট্টগ্রামের হাটহাজারীর কওমি মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামে ভর্তি হয়েছিলেন বরগুনার ওমর ওরফে বেলাল হোসাইন। পরিবারের স্বপ্ন ছিল, বেলাল একদিন আলেম হয়ে সমাজে আলো ছড়াবেন। কিন্তু সেটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগেবগুড়ায় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হোটেলের কর্মচারীরা পালিয়ে যান। অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি থেকে ১০ নারী ও দুই পুরুষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
২ ঘণ্টা আগেধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদভিত্তিক কার্যক্রমের মতোই মন্দিরভিত্তিক কার্যক্রম একই সুবিধায় পরিচালিত হবে।
২ ঘণ্টা আগে