লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে চারটি সংসদীয় আসনে মোট ২৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বিকল্পধারার মহাসচিবসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর মধ্যে লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু, স্বতন্ত্র (আওয়ামী লীগ) এম এ সাত্তার, জাতীয় পার্টির রাকিব হোসেন, জাকের পার্টির সামছুল করিমসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
একই আসনে দাখিল করা এক পারসেন্ট ভোটার তালিকায় গরমিল, স্বাক্ষর না মেলা ও ঋণ খেলাপি হওয়ায় স্বতন্ত্র মনীন্দ্র কুমার নাথের মনোনয়নপত্র বাতিল করা হয়। ওয়ার্কস পার্টির অ্যাডভোকেট মাহাবুবুল করিম টিপু, স্বতন্ত্র (আওয়ামী লীগ) মনিরুজ্জামান ও তৃণমূল বিএনপির মো. নাইম হোসেনের মনোনয়নপত্র স্থগিত করা হয়।
লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফরিদুন নাহার লাইলী, সাবেক এমপি ও স্বতন্ত্র (আওয়ামী লীগ) প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ, স্বতন্ত্র (আওয়ামী লীগ) ইস্কান্দার মির্জা শামীম, সুপ্রিম পার্টির মো. সোলায়মান হোসেন, স্বতন্ত্র প্রার্থী মাহমুদা ও মোশারেফ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া একই আসনে স্বতন্ত্র অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, বিকল্পধারা মহাসচিব বর্তমান এমপি মেজর আবদুল মান্নানসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম, আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি এএফ জসিম উদ্দিন আহমেদ ও ফরহাদ মিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নুরউদ্দিন চৌধুরী নয়ন, তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী রুবিনা ইয়াসমিন লুবনা, জাতীয় পার্টির প্রার্থী বোরহান উদ্দিন আহমেদ মিঠু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শরীফুল ইসলাম, জাসদের আমির হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জহির হোসেন, আবদুল্লাহ আল মাসুদ, ইমাম উদ্দিন সুমন ও মনসুর রহমান।
লক্ষ্মীপুর-১ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই–বাছাইয়ে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন, তরিকত ফেডারেশনের মো. শাহজালাল, ন্যাশনাল পিপলস পার্টির মোশাররফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী লায়ন এমএ আউয়ালের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন খান, জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুর রহমান মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখদুম ফারুকী, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এমএ গোফরান।
লক্ষ্মীপুরে চারটি সংসদীয় আসনে মোট ২৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বিকল্পধারার মহাসচিবসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর মধ্যে লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু, স্বতন্ত্র (আওয়ামী লীগ) এম এ সাত্তার, জাতীয় পার্টির রাকিব হোসেন, জাকের পার্টির সামছুল করিমসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
একই আসনে দাখিল করা এক পারসেন্ট ভোটার তালিকায় গরমিল, স্বাক্ষর না মেলা ও ঋণ খেলাপি হওয়ায় স্বতন্ত্র মনীন্দ্র কুমার নাথের মনোনয়নপত্র বাতিল করা হয়। ওয়ার্কস পার্টির অ্যাডভোকেট মাহাবুবুল করিম টিপু, স্বতন্ত্র (আওয়ামী লীগ) মনিরুজ্জামান ও তৃণমূল বিএনপির মো. নাইম হোসেনের মনোনয়নপত্র স্থগিত করা হয়।
লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফরিদুন নাহার লাইলী, সাবেক এমপি ও স্বতন্ত্র (আওয়ামী লীগ) প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ, স্বতন্ত্র (আওয়ামী লীগ) ইস্কান্দার মির্জা শামীম, সুপ্রিম পার্টির মো. সোলায়মান হোসেন, স্বতন্ত্র প্রার্থী মাহমুদা ও মোশারেফ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া একই আসনে স্বতন্ত্র অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, বিকল্পধারা মহাসচিব বর্তমান এমপি মেজর আবদুল মান্নানসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম, আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি এএফ জসিম উদ্দিন আহমেদ ও ফরহাদ মিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নুরউদ্দিন চৌধুরী নয়ন, তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী রুবিনা ইয়াসমিন লুবনা, জাতীয় পার্টির প্রার্থী বোরহান উদ্দিন আহমেদ মিঠু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শরীফুল ইসলাম, জাসদের আমির হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জহির হোসেন, আবদুল্লাহ আল মাসুদ, ইমাম উদ্দিন সুমন ও মনসুর রহমান।
লক্ষ্মীপুর-১ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই–বাছাইয়ে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন, তরিকত ফেডারেশনের মো. শাহজালাল, ন্যাশনাল পিপলস পার্টির মোশাররফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী লায়ন এমএ আউয়ালের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন খান, জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুর রহমান মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখদুম ফারুকী, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এমএ গোফরান।
পরীক্ষায় সকল বিষয়ে এ প্লাস পাওয়াসহ মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২১৩ নম্বর পেয়েছে শিক্ষক দম্পতির মেয়ে রাইদা। সে জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন এবং আব্দুল কাদির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা মান্না বেগমের মেয়ে।
১ মিনিট আগেখুলনায় দুর্বৃত্তের ক্ষুরাঘাতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারী মো. হাফিজুর রহমান (৫৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের আহসান আহমেদ রোডে ল’ কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৯ মিনিট আগেএর আগে রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামারা এলাকার মধ্যনগর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী ওই এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে।
২৮ মিনিট আগে‘এমপিও নীতিমালা ২০২১’-এর ১১.১৭ ধারায় বলা হয়েছে, কোনো এমপিওভুক্ত শিক্ষক আর্থিক লাভজনক অন্য কোনো পদে নিযুক্ত থাকতে পারবেন না। এ নিয়ম উপেক্ষা করে এসব শিক্ষক একই সঙ্গে দুই পেশায় নিয়োজিত রয়েছেন।
৩৫ মিনিট আগে