Ajker Patrika

খালেদা-তারেক যত দিন দায়িত্বে থাকবে মানুষ বিএনপিকে ভোট দেবে না: হানিফ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২১: ১৫
খালেদা-তারেক যত দিন দায়িত্বে থাকবে মানুষ বিএনপিকে ভোট দেবে না: হানিফ

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘তাদের নেতা নাকি বীরের বেশে দেশে আসবে। সে হলো চোর, সন্ত্রাসী, খুনি। মানি লন্ডারিং মামলায় সিঙ্গাপুরে সাজা হয়েছে। যত দিন খালেদা-তারেক দলের দায়িত্বে থাকবে তত দিন এ দেশের মানুষ বিএনপিকে ভোট দেবে না। কারণ, ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় না, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, একযোগে জঙ্গি হামলা হয়।’ 

আজ শুক্রবার মিরসরাইয়ের বারইয়ারহাটে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী ভোট এবং নভেম্বরের প্রথমে তফসিল ঘোষণা হবে। নির্বাচনে জয়ী হতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও প্রতিরোধ করতে হবে। আমেরিকান সংস্থার (আইআরআই) জরিপে উঠে এসেছে, বাংলাদেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার পক্ষে। অতএব আবারও ক্ষমতায় আসবে শেখ হাসিনা সরকার।’ 

কর্নেল অলি প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘একসময় উনি বলেছিলেন, মা ভালো হলে ছেলে ভালো হয়, এখন দেখি মাও খারাপ ছেলেও খারাপ। এখন তিনি তাদের সঙ্গে জোট করে সরকার পরিবর্তন চান।’ 

তিনি বলেন, ‘বিএনপি তথাকথিত রোডমার্চ করেছে। মির্জা ফখরুলের লজ্জা থাকা উচিত। তারা সব সময় আলটিমেটাম দেয়, কিন্তু কিছু করতে পারে না। তারা ২০১২,২০১৩ সালেও খালেদা জিয়াকে দুর্নীতি ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে আলটিমেটাম দিয়েছিল, কিছুই করতে পারেনি। যার জন্য আলটিমেটাম দিয়েছে তিনি কারাগারে, আর শেখ হাসিনা বারবার প্রধানমন্ত্রী। শেখ হাসিনার কৃপায়, মমতায়, আশীর্বাদে আজ তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।’ 

মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘আমেরিকা নাকি আওয়ামী লীগ নেতাদের স্যাংশন দেবে, স্যাংশন দেবে যারা নির্বাচনে বাধাগ্রস্ত করবে তাদের। বিএনপি তো নির্বাচন বানচাল করতে চায়। এখন তো তাদের ভয় বেশি। যথাসময়ে সংবিধান অনুযায়ী এই সরকারে অধীনে ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ 

প্রধান অতিথি প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ‘আমি সাতবার এমপি নির্বাচিত হয়েছি, তিনবার মন্ত্রী হয়েছি। প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান তো ঘোষণা করেই দিয়েছে, আমার ছেলে রুহেলের নাম। আমার তো বয়স হয়েছে। সে যদি এমপি হয় আমি খুশি হব।’ 

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল, উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির উদ্দীন দিদার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক ভুট্টু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত