Ajker Patrika

হাটহাজারীতে দুই ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ভাই

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯: ৪৯
হাটহাজারীতে দুই ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ভাই

চট্টগ্রামের হাটহাজারীতে রাবার ও পাথরবোঝাই দুটি ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কে প্রাণ হারাল আপন মামাতো-ফুপাতো দুই ভাই। নিহতেরা রাবারবোঝাই ডাম্পট্রাকের চালক ও তার সহযোগী ছিলেন।

অন্যদিকে পাথরবোঝাই ডাম্পট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় প্রথমে নাজিরহাট হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট বাইপাস সড়ক মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতেরা হলেন রাবারবোঝাই ডাম্পট্রাকের চালক মোহাম্মদ আলমগীর (৩৫) ও তাঁর সহকারী মোহাম্মদ রুবেল (২৭)। তাঁরা উপজেলা দাঁতমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জিলতলী গ্রামের বাসিন্দা।

আহত পাথরবোঝাই ডাম্পট্রাকের চালকের নাম নূর মিয়া (৪০)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আদিল মাহামুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ফটিকছড়ি দাঁতমারা থেকে রাবারবোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে অপর একটি পাথরবোঝাই ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করি।

তিনি আরও বলেন, ‘পরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া মরদেহগুলো তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। অপর ডাম্পট্রাকের চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ডাম্পট্রাক দুটি জব্দ করা হয়েছে।’

উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কটি সম্প্রসারিত হয়েছে। কিন্তু ডিভাইডার না থাকায় প্রতিনিয়ত একের পর এক ঘটছে সড়ক দুর্ঘটনা। ফলে এ মহাসড়কে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

চলতি বছরের ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় এই মহাসড়কে চারিয়া এলাকায় বাস-সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ একই পরিবারের সাতজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত