মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ সংলগ্ন নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টায় নির্মাণশ্রমিক লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮) ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেন সংকটে মারা গেছে বলে ধারণা করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণপুর ডিগ্রি কলেজের দক্ষিণে বারিগাঁও এলাকায় আবুল বাশার মোল্লার নির্মাণাধীন পাঁচতলা ভবনের কাজ চলছিল। লিটন পাঠান ওই কাজের পরিচালনা করতেন। লিটন পাঠান উপজেলার পুটিয়া গ্রামের ওয়ালী উল্লাহ পাঠানের ছেলে ও রাসেল প্রধান হুরমহিষা গ্রামের আলী আর্শাদ প্রধানের ছেলে।
আত্মীয়রা জানান, তাঁরা সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে কাজে যান। পরে বাড়ির মালিক তাঁদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ফোনে স্বজনদের খবর দেন।
বাড়ির মালিক আবুল বাশার মোল্লার স্ত্রী মমতাজ বেগম বলেন, ‘প্রতিদিনের মতো আমি তাঁদের কাজ দেখতে যাই। তাঁদের দেখতে না পেয়ে ফোন নম্বরে কল করলে ট্যাংকের পাশে মোবাইল ফোনটি বাজছিল। পরে ট্যাংকের ভেতরে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেই। ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানাই।’ আবুল বাশার মোল্লা কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা।
এলাকাবাসী জানান,৩ / ৪ বছর আগে আনোয়ার হোসেনের কাছ থেকে ৬ শতাংশ জমি কিনে বাড়ির কাজ করেন। এক মাস আগে ট্যাংকের কাজ শেষ হয়েছিল। মালিককে ফোনে জানিয়ে সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ফায়ার স্টেশনের ইনচার্জ আশাদুজ্জামান, নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি স্বপন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, দীর্ঘদিন ধরে ওই দুই নির্মাণশ্রমিক এ ভবনের কাজ করছিলেন। সকালে সেপটিক ট্যাংক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। অক্সিজেনের অভাবে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ সংলগ্ন নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টায় নির্মাণশ্রমিক লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮) ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেন সংকটে মারা গেছে বলে ধারণা করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণপুর ডিগ্রি কলেজের দক্ষিণে বারিগাঁও এলাকায় আবুল বাশার মোল্লার নির্মাণাধীন পাঁচতলা ভবনের কাজ চলছিল। লিটন পাঠান ওই কাজের পরিচালনা করতেন। লিটন পাঠান উপজেলার পুটিয়া গ্রামের ওয়ালী উল্লাহ পাঠানের ছেলে ও রাসেল প্রধান হুরমহিষা গ্রামের আলী আর্শাদ প্রধানের ছেলে।
আত্মীয়রা জানান, তাঁরা সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে কাজে যান। পরে বাড়ির মালিক তাঁদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ফোনে স্বজনদের খবর দেন।
বাড়ির মালিক আবুল বাশার মোল্লার স্ত্রী মমতাজ বেগম বলেন, ‘প্রতিদিনের মতো আমি তাঁদের কাজ দেখতে যাই। তাঁদের দেখতে না পেয়ে ফোন নম্বরে কল করলে ট্যাংকের পাশে মোবাইল ফোনটি বাজছিল। পরে ট্যাংকের ভেতরে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেই। ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানাই।’ আবুল বাশার মোল্লা কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা।
এলাকাবাসী জানান,৩ / ৪ বছর আগে আনোয়ার হোসেনের কাছ থেকে ৬ শতাংশ জমি কিনে বাড়ির কাজ করেন। এক মাস আগে ট্যাংকের কাজ শেষ হয়েছিল। মালিককে ফোনে জানিয়ে সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ফায়ার স্টেশনের ইনচার্জ আশাদুজ্জামান, নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি স্বপন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, দীর্ঘদিন ধরে ওই দুই নির্মাণশ্রমিক এ ভবনের কাজ করছিলেন। সকালে সেপটিক ট্যাংক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। অক্সিজেনের অভাবে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
৩২ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
৩৪ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
৪৪ মিনিট আগে