Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় ১২০০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ব্রাহ্মণপাড়ায় ১২০০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের অভিযানে মো. মাঈন উদ্দিন (২৫) নামের এক যুবককে ১২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা এলাকায় জামতলী সড়কের উপর থেকে তাঁকে আটক করা হয়।

আটক মো. মাঈন উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে উপপরিদর্শক হুমায়ুন কবীর, সহকারী উপপরিদর্শক মতিউর রহমান উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা এলাকার জামতলী সড়কে অভিযান চালায়। ওই অভিযানে মো. মাঈন উদ্দিনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১২০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। 

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত