Ajker Patrika

অস্ত্র হাতের ভিডিও ফেসবুকে ভাইরাল, কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুর শহরের বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য অস্ত্র হাতে ভিডিও তৈরি করে ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ভিডিও ক্লিপ চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এলে জেলা শহর কিশোর গ্যাং মুক্ত করতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাইরাল ভিডিওতে থাকা সন্দেহজনক পাঁচ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।

আটকের তথ্য আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

থানা-পুলিশ জানায়, ফেসবুকে ভিডিও দেখে গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর শহরের আউটার স্টেডিয়ামের সুইমিং পুল, মিশন রোড, লেকের পাড়, আল আমিন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পার্কের মাঠে অভিযান পরিচালনা করে মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আউটার স্টেডিয়াম এলাকা থেকে পাঁচ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। আটকদের নাম প্রকাশ করেনি পুলিশ।

ওসি বাহার মিয়া জানান, শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। আটক পাঁচ কিশোরের মধ্য থেকে তিনজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাঁদেরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজন ভাইরাল ভিডিও ক্লিপে যুক্ত থাকায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত