Ajker Patrika

বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে ১১ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে ১১ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে বিদেশে পালানোর সময় আর্থিক প্রতারণাসহ এনআই অ্যাক্টের ১১ মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তি হলেন—জাহিদুর রহমান রুবেল (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জাহিদুর রহমান রুবেলের বিরুদ্ধে বিদেশে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থী প্রেরণের প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণাসহ এনআইঅ্যাক্ট সংক্রান্ত ১১টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আগ্রাবাদের জাম্বুরি পার্কে তাঁর একটি অফিস ছিল। এই কারণে তাঁর বিরুদ্ধে পরোয়ানাগুলো আমাদের থানায় আসে। গ্রেপ্তারের পর তাঁকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘আসামি জাহিদুর রহমান রুবেল গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি গোপনে দেশে আসেন। এ সময় তিনি গ্রেপ্তার এড়াতে নিজ বাসায় অবস্থান না করে বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত