Ajker Patrika

চট্টগ্রামে একই রশিতে ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে একই রশিতে ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার

চট্টগ্রামে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা–মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর ইপিজেড এলাকার ব্যাংক কলোনির একটি বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে সন্তানসহ ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন। 

নিহতরা হলেন–শাহনাজ বেগম (৩৩) ও তার চার বছরের শিশু ইভা আক্তার। তার স্বামীর নাম শাহজাহান। তিনি ইপিজেডের একটি পোশাক কারাখানায় চাকরি করেন। তাঁদের গ্রামের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায়। 

ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বাসার ভেতর থেকে রশিতে ঝোলানো মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। এক রশিতে মা একপাশে, আরেকপাশে মেয়ে ছিল। এর আগে ঘরের দরজা ভেতর থেকে লাগানো থাকায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মো. নুরুজ্জামান নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, সোমবার রাতে ওই নারীর সঙ্গে স্বামীর ঝগড়া হয়েছিল। সকালে তাঁর স্বামী কাজে যাওয়ার পর টেলিফোনে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। তখন কোনো এক সময় ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত