নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতিদিনের মতো আজও সারা দিন সাগরে মাছ ধরেছেন সুনীল জলদাশ। বিকেলে মাছ নিয়ে বাসায় যাচ্ছিলেন তিনি। পথে কথা হয় এই জেলের সঙ্গে। বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে; এ বিষয়ে এখনো কিছু জানেন না তিনি। প্রশাসন থেকেও মাইকিং করে জানানো হয়নি বলে জানান সুনীল জলদাশ।
সুনীল জলদাশের বাড়ি চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম এলাকায়। এই এলাকার নাম জেলেপাড়া। অন্তত দুই শতাধিক পরিবার থাকে এই এলাকায়। তাঁদের সবারই প্রধান পেশা সাগরে মাছ ধরা। এ জেলেপাড়ার পাশেই বঙ্গোপসাগর। ঘূর্ণিঝড় মোখা যে গতিতে আঘাত হানবে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে, সে গতিতে আঘাত হানলে তাঁদের সবারই জীবন ঝুঁকিতে রয়েছে।
সুনীল জলদাশ ২০ বছর ধরে সাগরে মাছ ধরছেন। তাঁর দুই ছেলেমেয়ে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মোখা আঘাত হানলে কোথায় যাব, সে বিষয়ে এখনো জানি না। প্রশাসনের কেউ মাইকিং করেনি। কোথায় যাব, সেটিও বলেনি।’
তিনি বলেন, ‘আশা করি কিছু হবে না। এর আগেও কয়েকটা ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। কিন্তু বড় ধরনের ক্ষতি হয়নি।’
সাগরপাড়ে দোকান আছে মো. জুয়েলের। তাঁর বাড়িও জেলেপাড়া এলাকায়। সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। জুয়েলও জানেন না ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে।
জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগেও তো ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। পারে বড় বড় ঢেউ আছড়ে পড়েছে। আর তো কিছু হয়নি। এ ছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানলে কোথায় যাব, যাওয়ার তো কোনো জায়গাও নেই।’
তবে কিছু কিছু জেলে ঘূর্ণিঝড় সম্পর্কে জানেন। মো. রেজাউল করিম বাড়ি থেকে বের হয়ে সাগরপাড়ে এসেছেন। তিনি বলেন, ‘কয়েক দিনের মধ্যে নাকি ঘূর্ণিঝড় মোখা আঘাত হানবে। তাই সাগরপাড়ের পরিস্থিতি বুঝতে এলাম। এখন তো সাগর স্বাভাবিক। তবে বাতাস বইছে।’
পতেঙ্গার আকমল আলী রোডে বেড়িবাঁধসংলগ্ন জেলেপাড়ায় গিয়েও দেখা যায় একই চিত্র। ঘূর্ণিঝড় সম্পর্কে কারও ধারণা নেই। উৎকণ্ঠাও নেই। বরং তাঁরা ব্যস্ত তাঁদের নিত্যদিনের কাজে। কালকেও তাঁরা সাগরে যাবেন বলে জানান।
সাগরপাড়ের বেড়িবাঁধ ঘেঁষা চার সন্তান নিয়ে থাকেন সুপ্রিয় জলদাশ। প্রতিদিনের মতো তিনি ব্যস্ত স্বামীর জাল ঠিক করতে। আজকের পত্রিকাকে বলেন, ‘আগে কিছু হয়নি, এবারও হবে না। ঘূর্ণিঝড় যে আঘাত হানবে, সেটি আপনার কাছ থেকে শুনলাম।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় আঘাত হানলেও ঘরদোর ফেলে কোথায় যাব? চট্টগ্রাম শহরে থাকার মতো কোথাও জায়গা নেই। বেশি কষ্ট হলে বেড়িবাঁধের ওপর চলে যাব।’
জেলেপাড়ার আরেক বাসিন্দা আজগর আলী বলেন, ‘এক দিন মাছ না ধরলে কে খাওয়াবে। জায়গা-জমি বলতে সাগরই তো আছে। প্রশাসনের লোক নিয়ে গেলে আশ্রয়কেন্দ্রে যাব। অন্যথায় এখানেই থাকব।’
এদিকে মোখার প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে গত বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নগরীর দামপাড়ায় শাখা কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার কথা জানানো হয়। ঘূর্ণিঝড়সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবার জন্য নিয়ন্ত্রণ কক্ষের জরুরি সেবা নম্বরে যোগাযোগের জন্য বলা হয়।
নগরের ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড উপকূল এলাকা। কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী দাবি করেন, ‘মাইকে প্রচারণা চালানো হচ্ছে। লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও আমাদের আছে।’
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোছাইন মোহাম্মদ বলেন, ‘আমরা মাইকিং করা শুরু করেছি। পর্যাপ্ত প্রস্তুতিও নিয়েছি, আমাদের সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।’
প্রতিদিনের মতো আজও সারা দিন সাগরে মাছ ধরেছেন সুনীল জলদাশ। বিকেলে মাছ নিয়ে বাসায় যাচ্ছিলেন তিনি। পথে কথা হয় এই জেলের সঙ্গে। বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে; এ বিষয়ে এখনো কিছু জানেন না তিনি। প্রশাসন থেকেও মাইকিং করে জানানো হয়নি বলে জানান সুনীল জলদাশ।
সুনীল জলদাশের বাড়ি চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম এলাকায়। এই এলাকার নাম জেলেপাড়া। অন্তত দুই শতাধিক পরিবার থাকে এই এলাকায়। তাঁদের সবারই প্রধান পেশা সাগরে মাছ ধরা। এ জেলেপাড়ার পাশেই বঙ্গোপসাগর। ঘূর্ণিঝড় মোখা যে গতিতে আঘাত হানবে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে, সে গতিতে আঘাত হানলে তাঁদের সবারই জীবন ঝুঁকিতে রয়েছে।
সুনীল জলদাশ ২০ বছর ধরে সাগরে মাছ ধরছেন। তাঁর দুই ছেলেমেয়ে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মোখা আঘাত হানলে কোথায় যাব, সে বিষয়ে এখনো জানি না। প্রশাসনের কেউ মাইকিং করেনি। কোথায় যাব, সেটিও বলেনি।’
তিনি বলেন, ‘আশা করি কিছু হবে না। এর আগেও কয়েকটা ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। কিন্তু বড় ধরনের ক্ষতি হয়নি।’
সাগরপাড়ে দোকান আছে মো. জুয়েলের। তাঁর বাড়িও জেলেপাড়া এলাকায়। সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। জুয়েলও জানেন না ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে।
জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগেও তো ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। পারে বড় বড় ঢেউ আছড়ে পড়েছে। আর তো কিছু হয়নি। এ ছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানলে কোথায় যাব, যাওয়ার তো কোনো জায়গাও নেই।’
তবে কিছু কিছু জেলে ঘূর্ণিঝড় সম্পর্কে জানেন। মো. রেজাউল করিম বাড়ি থেকে বের হয়ে সাগরপাড়ে এসেছেন। তিনি বলেন, ‘কয়েক দিনের মধ্যে নাকি ঘূর্ণিঝড় মোখা আঘাত হানবে। তাই সাগরপাড়ের পরিস্থিতি বুঝতে এলাম। এখন তো সাগর স্বাভাবিক। তবে বাতাস বইছে।’
পতেঙ্গার আকমল আলী রোডে বেড়িবাঁধসংলগ্ন জেলেপাড়ায় গিয়েও দেখা যায় একই চিত্র। ঘূর্ণিঝড় সম্পর্কে কারও ধারণা নেই। উৎকণ্ঠাও নেই। বরং তাঁরা ব্যস্ত তাঁদের নিত্যদিনের কাজে। কালকেও তাঁরা সাগরে যাবেন বলে জানান।
সাগরপাড়ের বেড়িবাঁধ ঘেঁষা চার সন্তান নিয়ে থাকেন সুপ্রিয় জলদাশ। প্রতিদিনের মতো তিনি ব্যস্ত স্বামীর জাল ঠিক করতে। আজকের পত্রিকাকে বলেন, ‘আগে কিছু হয়নি, এবারও হবে না। ঘূর্ণিঝড় যে আঘাত হানবে, সেটি আপনার কাছ থেকে শুনলাম।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় আঘাত হানলেও ঘরদোর ফেলে কোথায় যাব? চট্টগ্রাম শহরে থাকার মতো কোথাও জায়গা নেই। বেশি কষ্ট হলে বেড়িবাঁধের ওপর চলে যাব।’
জেলেপাড়ার আরেক বাসিন্দা আজগর আলী বলেন, ‘এক দিন মাছ না ধরলে কে খাওয়াবে। জায়গা-জমি বলতে সাগরই তো আছে। প্রশাসনের লোক নিয়ে গেলে আশ্রয়কেন্দ্রে যাব। অন্যথায় এখানেই থাকব।’
এদিকে মোখার প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে গত বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নগরীর দামপাড়ায় শাখা কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার কথা জানানো হয়। ঘূর্ণিঝড়সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবার জন্য নিয়ন্ত্রণ কক্ষের জরুরি সেবা নম্বরে যোগাযোগের জন্য বলা হয়।
নগরের ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড উপকূল এলাকা। কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী দাবি করেন, ‘মাইকে প্রচারণা চালানো হচ্ছে। লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও আমাদের আছে।’
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোছাইন মোহাম্মদ বলেন, ‘আমরা মাইকিং করা শুরু করেছি। পর্যাপ্ত প্রস্তুতিও নিয়েছি, আমাদের সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।’
রাজশাহীর পুঠিয়ায় খাস পুকুর ও দিঘি ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় দলীয় কার্যালয় ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে পরে সেনাবাহিনী গিয়ে তা স্বাভাবিক করে।
১৪ মিনিট আগেকুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলের সময় বজ্রপাতে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। এ সময় টহল দলে বিজিবি ও আনসারের অন্তত পাঁচ সদস্য আহত হন। নিহত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের
১ ঘণ্টা আগেঢাকা থেকে খুলনায় আনা দেশি-বিদেশি মদের একটি চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি প্রাইভেট কারসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। গাড়িটির মালিক একজন সাবেক সচিব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা সেতুর টোল প্লাজায় চালানটি জব্দ করে।
১ ঘণ্টা আগেফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, “’৭১ প্রশ্নটি আপসযোগ্য নয়—এমন সৎ উচ্চারণের কারণে মাহফুজ আলমের ওপরে বর্বর ভাষায় আক্রমণ হয়েছে। তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রতীকী পশু বলি দেওয়া হয়েছে। এমন জঘন্য কাজের পরে আজ তাঁর ওপর টার্গেটেড হামলা হয়েছে। সরাসরি মাথায় এ রকম হামলা ব্যক্তির মৃত্যুর কারণ ঘটাতে পারে
১ ঘণ্টা আগে