Ajker Patrika

সভাপতি বোরহান উদ্দিন, সা.সম্পাদক সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সভাপতি বোরহান উদ্দিন, সা.সম্পাদক সিরাজুল ইসলাম

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচনে সভাপতি পদে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম। আজ বুধবার সিআরবিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

রেলওয়ে হাউজিং সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার মিন্টু বড়ুয়া জানান, বিজয়ী সভাপতি প্রার্থী বোরহান উদ্দিন পান ২৯৭ ভোট, তাঁর নিকটতম প্রার্থী পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা এএম সালাউদ্দিন পান ১০২ ভোট। বিজয়ী সাধারণ সম্পাদক প্রার্থী সিরাজুল ইসলাম পান ৩৭৫ ভোট, তাঁর নিকটতম প্রার্থী শামীম শাহরিয়ার পান ৫৭ ভোট। 

এ ছাড়া বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- সহসভাপতি লোকমান হোসেন, পরিচালক পদে মো. ইউসুফ, গাজী জাকারিয়া পিন্টু, প্রকৌশলী মো. আমির হোসেন, গাজী তাহের উদ্দিন (নকি), মো. জাফর আলম, অরুণ কুমার দাশ, মো. হাবিবুর রহমান (স্বপন), মো. সেলিম ও চৌধুরী শারাফত করিম। 

সোসাইটিতে মোট ৭৪০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৮ জন ভোটারের সদস্যপদ স্থগিত রাখা হয়। ১২ নির্বাচনে সভাপতি ছাড়াও সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং পরিচালক পদে ২১ জন অংশগ্রহণ করছেন। 

রেলওয়ের শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম ও লোকমান হোসেন আলাদা প্যানেলে নির্বাচনে অংশ নেন। কিন্তু সিরাজুল ইসলাম প্যানেলে সহসভাপতি আবদুল গফুর মজুমদার ও পরিচালক পদে অরুণ কুমার দাশ ছাড়া অন্যরা সবাই নির্বাচিত হন। 

প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, এই বিজয় সবার। পরাজিতদেরও সঙ্গে নিয়ে রেলওয়ে হাউজিং সোসাইটির উন্নয়নে কাজ করে যাব। সবার পরামর্শ নিয়ে কাজ করব। 

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন তিন বছর পরপর অনুষ্ঠিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় শিগগির ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, থাকছে কোন কোন দেশ

‘জাহানারা মুখ খুলেছে, জুনিয়ররা অ্যাবিউজ হলে কি মুখ খুলতে পারবে’

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিতে বাবলা নিহতের ঘটনায় দুজন গ্রেপ্তার

উচ্চতা ‘কম’ বলে ডেটিং অ্যাপে মামদানিকে প্রত্যাখ্যান করেছিলেন, এখন আফসোস হচ্ছে

‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’

এলাকার খবর
Loading...