লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল শুক্রবারের চেয়ে দুই থেকে তিন ফুটের মতো পানি বেড়েছে। পাঁচটি উপজেলা, চারটি পৌরসভা ও উপকূলের ৪০টি এলাকায় পানিবন্দী অবস্থায় আছে ৭ লাখ মানুষ। এদিকে শুক্রবার বিকেল থেকে জেলার অনেক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছে।
জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল বন্যার্তদের মধ্যে শুকনো খাবার, চাল-ডালসহ নানা সামগ্রী বিতরণ করছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম। কোনো কোনো এলাকার মানুষ ত্রাণ এখনো পায়নি। এদিকে বিশুদ্ধ পানির সংকট প্রকট আকার ধারণ করেছে।
এখন পর্যন্ত জেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ২০ হাজারের বেশি মানুষ। ওই সব জায়গায় শুকানো খাবার দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
সদর উপজেলার চর রোহিতার আজাদ হোসেন বলেন, পানিবন্দী হয়ে থাকলেও এখনো কোনো ত্রাণ পাইনি। খুবই কষ্টে দিন কাটছে। কাজ-কর্ম করা যাচ্ছে না। মানুষের দুর্ভোগের শেষ নেই। দুশ্চিন্তায় রয়েছি। যেভাবে পানি বাড়ছে, কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন চিন্তার বিষয়।
সদর উপজেলার বাসিন্দা ওসমান গনি বলেন, কয়েক দিন ধরে পানিবন্দী হয়ে পড়ে আছি। পানি ওঠার কারণে ঘরে রান্না হচ্ছে না। খাওয়াদাওয়া করা যাচ্ছে না।
লক্ষ্মীপুরের পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলায় বর্তমানে ৭ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, জেলার ৫০ হাজার মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় আছে।
ত্রাণ বিতরণে অংশ নেওয়া বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, বন্যাদুর্গত এলাকার প্রত্যেকের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি। এ ছাড়া সরকারি ত্রাণসামগ্রী যেন প্রত্যেক পরিবার পায়, সে জন্য অন্তর্বর্তী সকারের কাছে অনুরোধ জানান তিনি।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ডাকাতিয়া ও রহমতখালী নদীসহ বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। গত দুই দিনে দুই শতাধিক বাঁধ কেটে দেওয়া হয়েছে। ফলে পানি নামতে শুরু করেছে।
লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল শুক্রবারের চেয়ে দুই থেকে তিন ফুটের মতো পানি বেড়েছে। পাঁচটি উপজেলা, চারটি পৌরসভা ও উপকূলের ৪০টি এলাকায় পানিবন্দী অবস্থায় আছে ৭ লাখ মানুষ। এদিকে শুক্রবার বিকেল থেকে জেলার অনেক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছে।
জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল বন্যার্তদের মধ্যে শুকনো খাবার, চাল-ডালসহ নানা সামগ্রী বিতরণ করছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম। কোনো কোনো এলাকার মানুষ ত্রাণ এখনো পায়নি। এদিকে বিশুদ্ধ পানির সংকট প্রকট আকার ধারণ করেছে।
এখন পর্যন্ত জেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ২০ হাজারের বেশি মানুষ। ওই সব জায়গায় শুকানো খাবার দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
সদর উপজেলার চর রোহিতার আজাদ হোসেন বলেন, পানিবন্দী হয়ে থাকলেও এখনো কোনো ত্রাণ পাইনি। খুবই কষ্টে দিন কাটছে। কাজ-কর্ম করা যাচ্ছে না। মানুষের দুর্ভোগের শেষ নেই। দুশ্চিন্তায় রয়েছি। যেভাবে পানি বাড়ছে, কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন চিন্তার বিষয়।
সদর উপজেলার বাসিন্দা ওসমান গনি বলেন, কয়েক দিন ধরে পানিবন্দী হয়ে পড়ে আছি। পানি ওঠার কারণে ঘরে রান্না হচ্ছে না। খাওয়াদাওয়া করা যাচ্ছে না।
লক্ষ্মীপুরের পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলায় বর্তমানে ৭ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, জেলার ৫০ হাজার মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় আছে।
ত্রাণ বিতরণে অংশ নেওয়া বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, বন্যাদুর্গত এলাকার প্রত্যেকের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি। এ ছাড়া সরকারি ত্রাণসামগ্রী যেন প্রত্যেক পরিবার পায়, সে জন্য অন্তর্বর্তী সকারের কাছে অনুরোধ জানান তিনি।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ডাকাতিয়া ও রহমতখালী নদীসহ বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। গত দুই দিনে দুই শতাধিক বাঁধ কেটে দেওয়া হয়েছে। ফলে পানি নামতে শুরু করেছে।
গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেল স্টেশনে প্রবেশের সময় আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সাথে উত্তরাঞ্চলের (ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ) একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অপর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
১৩ মিনিট আগেবিমান দুর্ঘটনায় নিহত রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করেছে নীলফামারী জেলা প্রশাসন। আজ বুধবার (২৩ জুলাই) সকালে জেলার জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়াস্থ পারববারিক কবরস্থানে যান প্রশাসনের কর্মকর্তারা।
১৯ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে এক পোশাক শ্রমিক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল মঙ্গলবার নান্দাইল মডেল থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার।
২৮ মিনিট আগেরাজধানীর গুলিস্তান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে দুটি ককটেলসহ গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)।
১ ঘণ্টা আগে