কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের দুদিন পর এক পর্যটকের মৃতদেহ মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ভেসে এসেছে। আজ বুধবার বিকেলে সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
ওই পর্যটকের নাম মো. রাহাত (১৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আল হেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিদুল রহমান তন্ময়। তিনি জানান, গত সোমবার দুপুরে কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় গোসলে নামে মো. রাহাতসহ চারজন। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রাহাত ভেসে যায়। পরে স্থানীয় লাইফগার্ড ও বিচকর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি।
স্থানীয়দের বরাতে তানজিদুল রহমান তন্ময় বলেন, আজ বুধবার বিকেলে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা মৃতদেহটি উদ্ধার করে সাগর তীরে নিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এই মরদেহের ছবি নিখোঁজ পর্যটকের স্বজনদের কাছে পাঠানোর পর পরিচয় শনাক্ত হওয়া গেছে।
উদ্ধার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের দুদিন পর এক পর্যটকের মৃতদেহ মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ভেসে এসেছে। আজ বুধবার বিকেলে সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
ওই পর্যটকের নাম মো. রাহাত (১৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আল হেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিদুল রহমান তন্ময়। তিনি জানান, গত সোমবার দুপুরে কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় গোসলে নামে মো. রাহাতসহ চারজন। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রাহাত ভেসে যায়। পরে স্থানীয় লাইফগার্ড ও বিচকর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি।
স্থানীয়দের বরাতে তানজিদুল রহমান তন্ময় বলেন, আজ বুধবার বিকেলে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা মৃতদেহটি উদ্ধার করে সাগর তীরে নিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এই মরদেহের ছবি নিখোঁজ পর্যটকের স্বজনদের কাছে পাঠানোর পর পরিচয় শনাক্ত হওয়া গেছে।
উদ্ধার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
চট্টগ্রাম শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তন্ন তন্ন করে খুঁজে না পাওয়া চট্টগ্রাম সিটি কাউন্সিলের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিম ঢাকার বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টে আত্মগোপনে ছিলেন। জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের পর তিনি চট্টগ্রাম ছেড়ে পালিয়ে সেখানে যান...
১৫ মিনিট আগেযশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বেতালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হন।
১৯ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে বছরের সব সময়ই কমবেশি পর্যটক থাকে। তবে সবচেয়ে বেশি মুখরিত থাকে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত। কিন্তু এবার চলতি মার্চ মাসেও পর্যটকের দেখা পাওয়া যাচ্ছে না। রমজানের শুরু থেকেই শূন্য হয়ে পড়েছে সৈকত। এতে বেকার দিন কাটাচ্ছেন পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
৩১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রশাসন ভবন অবরোধ করে বিক্ষোভ করছেন মাস্টার রোলে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের ফটকে তাঁরা এ কর্মসূচি পালন শুরু করেন। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে...
৩১ মিনিট আগে