Ajker Patrika

পটিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত ১, আহত ২ 

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
পটিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত ১, আহত ২ 

চট্টগ্রামের পটিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে একজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই ব্যক্তির নাম আলমগীর (৩৫)। তিনি পেশায় একজন শ্রমিক বলে জানা গেছে। এ ঘটনায় আহত দুজন শ্রমিক হলেন, চট্টগ্রামের আতুরার ডিপো এলাকার মুন্না (৩০) ও রাঙামাটির বুরুজ মিয়া (৪০)। 

পটিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার বৈলতলি সড়কের একটি স্টিলের ব্রিজের উত্তর পাশে একটি সিমেন্ট বোঝাই ট্রাকটি পটিয়া হয়ে কিছু সিমেন্ট ব্যাগ নামিয়ে দিয়ে বাকিগুলো পার্শ্ববর্তী উপজেলা চন্দনাইশে নিয়ে যাচ্ছিল। পথে সিমেন্ট বোঝাই ট্রাকটি ব্রিজে উঠতেই উল্টে গিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে গিয়ে ট্রাকের ওপরে থাকা তিনজন শ্রমিকের মধ্যে একজন সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পটিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পটিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেট অফিসার মনি ত্রিপুরা জানান, সকাল ৭.২০ মিনিটের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহত শ্রমিকদের উদ্ধার করি। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আরও দুই শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত